দীপাবলি পার্টিতে জওয়ান সিনেমার টাইটেল ট্র্যাকে ফাটিয়ে নাচলেন চিরঞ্জীবী। রাজা কুমারী, যিনি জওয়ান টাইটেল ট্র্যাকে তার কণ্ঠ দিয়েছেন এবং র্যাপ করেছেন, দীপাবলি পার্টির অন্দরের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। রাজা কুমারী জওয়ান গানটি লাইভ গাওয়ার সময় নেচে উঠলেন চিরঞ্জীবী।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাবাকে ড্যান্স ফ্লোরে নিয়ে আসেন রামচরণ। এরপরই নিজের মতো করে দুর্দান্ত স্টাইলে নেচে ফ্লোর মাতালেন চিরঞ্জীবী। গানটা দুর্দান্ত উপভোগ করলেন তিনি। ভিডিয়োটি শেয়ার করে রাজা কুমারী লিখেছেন, ‘হৃদয় যেখানে বাড়িও সেখানে। সবচেয়ে সুন্দর দীপাবলির জন্য হায়দরাবাদকে ধন্যবাদ। আমার চারপাশে বন্ধুদের তেলুগু কথা বলতে শুনে খুব ভালো লাগলো। মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে নাচের এই মুহূর্ত আজীবন মনে ধরে রাখব। @lakshmimanchu সবসময় আমার সবথেকে বড় চ্যাম্পিয়ান’। দেখুন ভিডিয়ো-
আরও পড়ুন: গাড়ির দরজা পর্যন্ত পৌঁছাতে হিমশিম, নিরাপত্তায় ঘেরা সলমনকে ছেঁকে ধরলেন ভক্তরা
পার্টির ছবিও শেয়ার করেছেন রাজা কুমারী। চিরঞ্জীবী এবং রাম চরণের সঙ্গে ছবিতে দেখা মিলেছে গায়িকার। রানা দাগ্গুবাতির সাথে একটি সেলফিও শেয়ার করেছেন তিনি।
রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা কেনিদেলা শনিবার তাদের বন্ধু এবং সহকর্মীদের জন্য একটি দীপাবলি পার্টির আয়োজন করেছিলেন। ছবিগুলো শেয়ার করেছেন প্রাক্তন অভিনেত্রী ও অভিনেতা মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোদকার।