বাংলা নিউজ > বায়োস্কোপ > Shiamak Davar: ‘অমর আকবর অ্যান্টনি’র স্মৃতি ফেরালেন শাহরুখ-সলমন-আমির, কী বলছেন কোরিওগ্রাফার শামক

Shiamak Davar: ‘অমর আকবর অ্যান্টনি’র স্মৃতি ফেরালেন শাহরুখ-সলমন-আমির, কী বলছেন কোরিওগ্রাফার শামক

শাহরুখ-সলমন-আমির

আমির খান থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান-- মঞ্চে নাটু নাটু গানের সঙ্গে পা মেলান তাঁরা। আম্বানিদের প্রাক বিয়ের অনুষ্ঠানে একাধিক বলিউড গানেও নেচেছেন এই তিন সুপারস্টার। 

সদ্য জামনগরে প্রাক বিয়ের সেলিব্রেশন হল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্টেন্টের। সোশ্যাল মিডিয়া প্লাবিত হয়েছে অম্বানি পরিবারের প্রাক বিবাহ অনুষ্ঠানে। একের পর এক তারকা হাজির হয়েছে সেখানে। বলিউডের তাবড়রা তো বটেই বিদেশ থেকেও হাজির ছিলেন বহু তারকা। এঁদের প্রায় প্রত্যেককেই অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গিয়েছে। হাজির ছিলেন তিন খানও।

আমির খান থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান-- মঞ্চে নাটু নাটু গানের সঙ্গে পা মেলান তাঁরা। একাধিক বলিউড গানেও নেচেছেন এই তিন সুপারস্টার। এই নিয়ে তৃতীয়বার আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে সঙ্গীতে নাচের কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক শামক দাভার। সঙ্গীতে নাচের কোরিওগ্রাফি করে উচ্ছ্বসিত কোরিওগ্রাফার। তাঁর কথায়, প্রত্যেক ইভেন্ট একটির থেকে অপরটি আরও ভালো হয়েছে বলে মত তাঁর। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে শামক বলেছেন, প্রত্যেকটা বিয়ে একটার থেকে অপরটা আরও বেশি দেখার মতো হয়েছে। তবে এটা পুরস্কার পাওয়ার মতো, কারণ 'মেলা রুজ'-এর পুরো ধারণাটি ছিল ভারতীয় এবং সমসাময়িক কাজের মিশ্রণ। আরও পড়ুন: হাসপাতাল থেকে ফিরে কেমন আছেন প্রভাত রায়, ‘বাবি’র জন্মদিনে বিশেষ পোস্ট একতার

শামক দাভারের কথায়, মুকেশ এবং নীতা আম্বানির নৃত্যশিল্পীদের সঙ্গে 'পেয়ার হুয়া ইকরার হুয়া'-তে বিশেষ নৃত্য পরিবেশন করেছেন। ইন্দো-সমসাময়িক পরিবেশনার সঙ্গে অনন্ত-রাধিকা জুটির পরিবেশনাও দুর্দান্ত ছিল। পোশাকে মণীশ মালহোত্রা এবং রাতে ওম কুমারের সেট ডিজাইন নিয়ে কোনও কথা হবে না।

কোরিওগ্রাফার শামক আরও জানিয়েছেন, শাহরুখ-সলমন-আমির তিন খানের পুরো ধারণাটাই ‘অমর-আকবর-অ্যান্টনি’ প্যারোডিটাকে মজাদার করে তোলার জন্য এক হয়েছিলেন। পুরনো সেই থিমটা মনে করিয়ে দেন। বিষয়টা দুর্দান্ত বলে প্রমাণিত হয়। শেষ মুহূর্তে একটি প্রচ্ছদে নাচের স্টেপও পরিবর্তন করা হয়েছিল। দেশের তিন সুপারস্টার এক জায়গা সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল।

২ মার্চ, শনিবারের রাত, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের ২য় দিন। ডান্স ফ্লোরে আগুন লাগিয়ে দিলেন তিন খান। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত 'RRR' এর 'নাটু নাটু'-গানের তালে নেচেছেন শাহরুখ, সলমন ও আমির। এদিন রং মিলান্ত পোশাক পরেছিলেন শাহরুখ-সলমন। তাঁদের দুজনের পরনেই ছিল আফগানি স্টাইলের কালো পাজামা ও কুর্তা। তবে তাঁদের থেকে একটু ‘হটকে’ আমির পরেছিলেন সবুজ কুর্তা। নাচের পর আবার আমিরের পিঠ চাপড়ে দিলেন শাহরুখ।

'নাটু নাটু'তে একসঙ্গে নাচার পর প্রথমে সলমন, তারপর আমির, পরে শাহরুখ যে যার নিজস্ব স্টাইলে নাচলেন। আর যে যখন নাচলেন পাশে দাঁড়িয়ে অন্য দুই খান তখন তাঁকে অনুসরণ করেছেন। সলমন, আমির এবং শাহরুখকে 'ছাইয়া ছাইয়া', 'মুজসে শাদি করোগি' থেকে টাওয়াল ডান্স, 'জিনে কে হ্যায় চার দিন' আর 'রং দে বাসন্তি'-এর 'মাস্তি কি পাঠশালা'-গানের স্টেপে নাচতে দেখা যায়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ভারত রত্ন দেওয়া হোক রতন টাটাকে, শিল্পপতির প্রয়াণে প্রস্তাবনা পাশ সরকারের ‘পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে টিকিয়ে থাকাই কঠিন'…বলিউড নিয়ে সোজাসাপটা বেবো বন্যা দেখতে গিয়ে ওল কিনে বাড়ি ফিরেছিলেন, হয় তীব্র ট্রোলিং, এবার জবাব দিলেন রচনা খেলোয়াড়দের না জানিয়েই নিয়ম! ATPর ওপর বিরক্ত জোকার…আবারও আম্পায়ারের সঙ্গে ঝামেলা ফল ও সবজির দামের মাত্র এক-তৃতীয়াংশ পান কৃষকেরা! বাকি লাভ কোথায় যায়? ধনীদের তালিকায় আম্বানিদের ধারের কাছে ছিলেন না, জানুন রতন টাটার সম্পত্তির বিশদ মাত্র ৩ মিনিটে ১ কেজি হট সস খেয়ে বিশ্ব রেকর্ড ইউটিউবারের! সীমান্তে মেরামতের সময় আফগানি হামলা, পালটা গুলি চালাল পাক সেনা, নিহত বেশ কয়েকজন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট! টি২০ বিশ্বকাপে ভারতের দ্রুততম ফিফটির মালিক হরমনপ্রীত… স্বপ্নের ক্যাচ নিলেন পরিবর্ত প্লেয়ার রাধা, মেডেল পেয়েই লজ্জায় ঢাকলেন মুখ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.