বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি। জি বাংলার এই রিয়েলিটি শো বরাবরই আকর্ষণ করে দর্শকদের। যার অন্যতম কারণ অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়। যেভাবে তিনি গল্প-আড্ডা-খেলায় একটা ঘণ্টা জমিয়ে রাখেন, তা প্রশংসা পাওয়ার মতো। সারা জীবন ২২ গজে দাদাগিরি করা ছেলেটার কেরামতি এখন টিভির পর্দাতে।
দাদাগিরির শনিবারের এপিসোডে আসতে চলেছে কিছু খুদে প্রতিযোগী। যার আগাম আভাস জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে ভাগ করে নেওয়া হল। কিছু বিহাইন্ড দ্য সিন (বিটিএস) মোমেন্ট তো আছেই, থাকল এক খুদের অদ্ভুত কীর্তি।
আরও পড়ুন: ‘কী করে তুমি…’! হাতে মদের গ্লাস, লাল-সাদা শাড়ি পরে বারে স্বস্তিকা! মাকে নিয়ে মন্তব্য অন্বেষার
লাল জামা পরে দাদার সঙ্গে দাদাগিরি করতে এসেছিল মেয়েটি। বয়স হয়তো ৫-৭। দেখা গেল, জলের গ্লাসে সে কিছু একটা গুলছে। সৌরভ এসে প্রশ্ন করে, ‘কী মেশাচ্ছিস’? তাতে উলটো দিক থেকে জবাব আসে, ‘ডিটারজেন্ট’। শুনেই হো হো করে হেসে ফেললেন সৌরভ। বললেন, ‘ডিটারজেন্ট পাউডার মেশাচ্ছে’। অন্য আরেক খুদের সঙ্গে এক্সারসাইজ করতেও দেখা গেল দাদাকে।
আরও পড়ুন: কোলে ৩ বছরের কেশব! রাজার সন্তানের মা হতে চলেছেন মধুবনী, লিখলেন ‘Pregnant’, সঙ্গে ইভিল আই ইমোজি
একদম প্রথম সিজন থেকেই সৌরভ সামলাচ্ছেন দাদাগিরি সঞ্চালনার দায়িত্ব। মাঝে একটি সিজনে মিঠুন চক্রবর্তী থাকলেও, তিনি সেরকম জমাতে পারেননি। ফিরিয়ে আনা হয়েছিল সৌরভকেই। আসলে দাদা জানেন, কীভাবে ধরে রাখতে হয় টিআরপি। নিজের ছোটবেলা, ক্রিকেট জীবন, গাঙ্গুলী পরিবার, বউ ডোনা, মেয়ে সানা, সবই উঠে আসে দাদার কথাতে। সৌরভের মুখ থেকে তাঁর ব্যক্তিগত তথ্যও মজা দেয় দর্শকদের।
আরও পড়ুন: এবার সলমনের বাড়ির বাইরে পৌঁছে গেল লরেন্স বিষ্ণোই! তুলতে গেল অ্যাপ ক্যাবের চালক
তবে দাদাগিরির পাশাপাশি সৌরভের বায়োপিকের জন্যও চলছে অধীরে অপেক্ষা। সেই ২০২১ সালে সিনেমাটির ঘোষণা হয়েছিল। ছোটখাটো আপডেট সামনে এলেও, ঠিক কবে সিনেমার শ্যুট শুরু হবে তা এখনও ঘোষিত হয়নি। প্রথমে শোনা গিয়েছিল লাভ রঞ্জনের প্রযোজনা থেকে মুক্তি পেতে চলা সিনেমাটির পরিচালনা করবেন নাকি রজনীকান্ত কন্যা ঐশ্বর্য। পরে ‘জুবিলি’ পরিচালক বিক্রম আদিত্য মোটওয়ানির নাম শোনা যাচ্ছে। আর দাদার চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। সৌরভের মতোই বাঁ হাতি ব্যাটসম্যান আয়ুষ্মান, এটাই তাঁর পক্ষে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।