দাদাগিরি ১০ খেলতে এসেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ের কলেজের এক ব্যাচমেট। সঙ্গে ছিলেন তাঁর স্বামী। সেখানেই তিনি সৌরভ এবং ডোনার প্রেমের এক অজানা কথা ফাঁস করে দেন।
দাদাগিরি ১০ এ ডোনা গঙ্গোপাধ্যায়ের ব্যাচমেট
এদিন কলকাতার প্রতিযোগী সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানান 'তোমার একটা সিক্রেট আমি জানি।' এরপর তিনি আবারও বলেন, আমি তোমাকে অনেক আগে দেখেছি। মানে ১৯৯৪ সালের কথা বলছি। তখন আমি উচ্চমাধ্যমিক দিয়ে সবে গোখেল মেমোরিয়াল কলেজে ভর্তি হয়েছি। আর আমার ব্যাচমেট, কলেজের বন্ধু ছিল তোমার স্ত্রী ডোনা। আর তখন একবার তুমি ওর সঙ্গে সেখানে দেখা করতে এসেছিলে। তখনই তোমায় দেখেছিলাম।' গোপন কথা ফাঁস হতেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলে ওঠেন, 'ওটা আমি নই। ওটা ডোনার আগে প্রেমিক।' সৌরভ এই কথা বলতেই সকলে হেসে গড়িয়ে পড়েন।
আরও পড়ুন: 'কোনও সেন্স নেই...' বরকে দিয়ে পদসেবা, চরম কটাক্ষের মুখে এবারের CCL - এর নায়ক রাহুলের স্ত্রী প্রীতি
তিনি দাদার এই কথা শুনে বলেন, 'ওটা তুমিই ছিলে। আমি পরে অনেককে গর্ব সহকারে বলেছি আমি ডোনার ব্যাচমেট। তোমায় দেখেছি।' সেটা শুনে সৌরভ বলেন, 'ডোনার ব্যাচমেট সেটা গর্বের। কিন্তু ওটা আমি ছিলাম না। ওর প্রেমিক ছিল।' তিনি তখন বলেন, 'হ্যাঁ, তখন প্রেমিক ছিলেন এখন বর।' সম্মতি জানান সেই প্রতিযোগীর স্বামীও।
এভাবেই দাদাগিরিতে মাঝে মধ্যেই সৌরভের পরিবার, মূলত দাদার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের কথা উঠে আসে। তিনিও মজা করে নানা উত্তর দেন।
আরও পড়ুন: 'ঠিক করেছি হোলিতে...' রোহনের সঙ্গে প্রেমের জল্পনা তুঙ্গে, এবার কীভাবে দোল কাটাচ্ছেন অঙ্গনা?
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।