পুজোয় আড্ডার সঙ্গে সিনেমা দেখা 'মাস্ট'। এ অভ্যাস বাঙালির বড়ই পুরনো। আর সেকথা মাথায় রেখেই ছবি মুক্তির জন্য পুজোর সময়কেই টার্গেট করে বহু প্রযোজনা সংস্থা। এবারও সেটাই ঘটেছে। পুজোয় মুক্তি পেয়েছে ৪টি বাংলা ছবি। 'দশম অবতার', 'বাঘা যতীন', 'রক্তবীজ', ‘জঙ্গলে মিতিন মাসি’। আর তাই খুব স্বাভাবিকভাবেই বক্স অফিসের লড়াই হতেই হবে। আর এই লড়াইতে বাকি ৩ ছবিকে হারিয়ে দিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের 'দশম অবতার'।
পুজো অবশ্য শেষ। তবে তারপরেও বাংলা ছবি দেখতে হলমুখী হতে ছাড়েননি সিনেমাপ্রেমীরা। এদিকে 'দশম অবতার' মুক্তির পর বক্স অফিসে প্রায় ১২ দিন কেটে গিয়েছে। কত ব্যবসা করল প্রসেনজিৎ-অনির্বাণের এই ছবি? টলি বাংল বক্স অফিসের রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত দশম অবতারের কালেকশন ৫.৫ কোটি টাকা।
আরও পড়ুন-স্ত্রী পূজাকে কেন লাইমলাইটে আসতে দেন না? মুখ খুললেন সানি
আরও পড়ুন-ব্য়ক্তিগত জীবনে ঘোর সমস্যা! ‘আপাতত বিদায়…’ জানিয়ে চমকে দিলেন মানসী
এর আগে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, ছবি মুক্তির ১১ দিনের মাথাতেও প্রায় ২.৬২ লক্ষের বেশি দর্শক 'দশম অবতার' দেখেছেন। রিপোর্ট বলছে, ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাংলায় দশম অবতারের একটি শো হাউজফুল এবং একটি শো প্রায় হাউজফুল ছিল। অন্যদিকে বাঘা যতীন এর ২ শো হাউজফুল। রক্তবীজ ছবির ৬টা শো প্রায় হাউজফুল। মিতিন মাসীর একটি শো মোটামুটি হাউজফুল ছিল।
ফবক্স অফিসের লড়াইয়ের লাফল বলছে, সকলকে হারিয়ে শীর্ষস্থানে রয়েছে সৃজিত-প্রসেনজিতের 'দশম অবতার', আর দ্বিতীয় স্থান নিয়েছে দেবের 'বাঘা যতীন', আর তৃতীয় হয়েছে ‘রক্তবীজ’, আর চতুর্থ ‘জঙ্গলে মিতিন মাসি’। সবকটি ছবিই মুক্তি পেয়েছে গত ১৯ অক্টোবর। '