বাংলা নিউজ > বায়োস্কোপ > Jacqueline-Sukesh: ‘ডিয়ার গোল্ড ডিগার…’, জেলে বসেই ‘বেবি বু’ জ্যাকলিনকে ‘ভালোবাসার’ চিঠি সুকেশের

Jacqueline-Sukesh: ‘ডিয়ার গোল্ড ডিগার…’, জেলে বসেই ‘বেবি বু’ জ্যাকলিনকে ‘ভালোবাসার’ চিঠি সুকেশের

জ্যাকলিনকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রেমপত্র পাঠাল সুকেশ। 

জেলে বসে সুকেশ চন্দ্রশেখর ফের প্রেমপত্র পাঠালেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। ২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় দিল্লির মান্ডোলি জেলে বন্দী তিনি। তবে সেখানে বসেই বাইরের জগতের নিত্য খোঁজখবর নিয়ে চলেছেন। 

সুকেশ চন্দ্রশেখর নয়াদিল্লিতে তার মান্ডোলি কারাগার থেকে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে  পাঠিয়েছেন একটি নতুন প্রেমের চিঠি। তবে অভিনেত্রীর পাশাপাশি এই চিঠিতে সম্বোধন করা হয়েছে ANI, PTI, এবং IANS-এর মতো সংবাদসংস্থারও। আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত ব্যক্তি দীর্ঘ চার পাতার চিঠিটি পাঠিয়েছেন-

‘মাই বোম্মা, মাই লাভ জ্যাকলিন... বাবু প্রথমেই আমি তোমাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি এবং তুমি আমার হৃদস্পন্দনের কারণ... বেবি, আমি তোমাকে খুব মিস করেছি, ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করে, প্রতি সেকেন্ডে শুধু তোমার কথাই ভাবছি। এটি আমাদের দ্বিতীয় ভ্যালেন্টাইন, একে অপরের থেকে অনেক দূরে। কিন্তু বেশিদিন আর এরকম থাকবে না। এই বছর আমাদের বছর, যা আমাদের চারপাশের সমস্ত নেতিবাচকতা এবং প্রতিবন্ধকতাগুলিকে ভেঙ্গে ফেলবে৷ এই বিশেষ দিনে, আমি স্বীকার করতে চাই, জীবনে তোমাকে পেয়ে আমি খুব ভাগ্যবান। তুমিই সবচেয়ে সুন্দর জিনিস, যা আমাদের জীবনে ঘটেছে। বাবু, তুমি ভিতরে ভিতরে অনেক সুন্দর।’

নিজের চিঠিতে সুকেশ উল্লেখ করেছেন সেই সব গোল্ড ডিগার-দের, যারা তাঁর ও জ্যাকলিনের মধ্যে ফাটল ধরাতে চেয়ছিল। কনম্যান লেখেন, ‘যেদিন তুমি আমাকে হ্যাঁ বললে, সেদিন আমি তোমাকে যা প্রমিস করেছিলাম তা মনে আছে নিশ্চয়ই! তারপর থেকে আমি শুধুই তোমার হয়েছি। আরও একবার প্রমাণ হয়েছে ভালোবাসার শক্তি। আরেকটি মজার বিষয় এই যে, গত কয়েক মাসে অনেকে আমাদের মধ্যে আসার চেষ্টা করেছে। বিশেষ করে সে, যাকে আমি গোল্ড ডিগার বলে ডাকি। যে নেচে বেড়াচ্ছে, আমাকে পরোক্ষবার্তাও পাঠিয়েছে, তোমার বিরুদ্ধে কথাবলে। কিন্তু সে তো জানে না, আমি সেই পুরুষ নই যে অন্যের কথায় গা ভাসাবে। সেই গোল্ড ডিগারকে ও হেটার্সদের আমার বার্তা, 'প্রিয় গোল্ড ডিগার, আপনি এবং আপনার সহযোগীরা এর আগেও আমার ও জ্যাকির মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। এবারেও এই খারাপ সময়তেও, আপনারা সেই চেষ্টা আবার করেছেন। তবে ব্যর্থ হয়েছেন'।’

এমনকী, এই চিঠিতে উল্লেখ রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ সম্প্রতি যে উমঙ্গ অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছিলেন সেটারও। সুকেশ জানান, তিনি জেলে বসেই নাকি দেখেছেন জ্যাকলিনের নাচ। আর হারিয়েছেন চর্চিত প্রেমিকার চোখের জাদুতে। চিঠির শেষে এসে কিং-এর গাওয়া মান মেরি জান গানটিও তিনি উৎসর্গ করেছেন ‘বেবি বু’কে।

সুকেশ চন্দ্রশেখর বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী। তিনি ২০০ কোটি টাকার জালিয়াতি মামলার মাস্টারমাইন্ড ছিলেন।

বায়োস্কোপ খবর

Latest News

প্যারিস গেমসে ভারতের সম্ভাব্য পদকজয়ীরা কোথায় করলেন অনুশীলন? কত টাকা খরচ হল? ভিকি-তৃপ্তির ঘনিষ্ট দৃশ্যের চর্চার সঙ্গে বাড়ছে আয়!২দিনে কত ঘরে তুলল ব্যাড নিউজ 'SC-র প্রধান বিচারপতি বলেন, দ্রুত বিচার করতে হবে...', ডিএ মামলায় নয়া মোড় ফের আত্মহত্যার কালো ছায়া বিনোদন জগতে, বাড়ি থেকে দেহ উদ্ধার জনপ্রিয় পরিচালকের আজ কলকাতায় কী কী গাড়ি চলবে না? কোন কোন রাস্তায় ঘোরানো হবে গাড়ি? দেখে নিন আগেই ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল 12 ওভার শেষে Seattle Orcas-র স্কোর 101/4 সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল ২১ জুলাইয়ে ৭ জেলায় সতর্কতা, ভারী বৃষ্টি চলবে তারপরেও, নিম্নচাপের প্রভাব কতদিন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.