অভিনয় ভুলে দেবশ্রী রায় একজন কেমিস্ট্রির শিক্ষক। উহু, বাস্তবে না পর্দায়। তাঁর প্রথম ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসি আসতে চলেছে শীঘ্রই। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সেই সিরিজ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই সিরিজের ট্রেলার। সেখানে তাঁকে দেখা যাবে নাম ভূমিকায়। যদিও কেমিস্ট্রি মাসির আসল নাম সুচরিতা, কিন্তু তিনি আইটিউবে তিনি কেমিস্ট্রি নামেই পরিচিত। এবার সেই নতুন সিরিজ মুক্তির আগে তিনি কী কী জানালেন?
একসময় তিনি টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ছিলেন। মিঠুন চক্রবর্তী বলুন বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিনব তাপস পাল সহ বাংলার সে সময়ের সমস্ত অভিনেতার সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল দেখার মতো। এবার তিনি পাঠ্যবইয়ের কেমিস্ট্রি পড়াবেন তাও জীবনের সঙ্গে মিল খুঁজে। তাঁর মতে জীবনের সবেতেই লুকিয়ে আছে রসায়নবিদ্যা। তাই এই সিরিজ মুক্তির আগে সেই বিষয়ে টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'অনেক দরিদ্র ছাত্র ছাত্রীরা শিক্ষার আলো পাচ্ছে না। সেটাই এই সিরিজে উঠে এসেছে। সঙ্গে আছে নানা সমাজের সমসাময়িক ঘটনার কথাও।'
কিন্তু মাঝে এতগুলো তাঁকে কেন পর্দায় দেখা যায়নি? বিষয়ে অভিনেত্রী জানান, 'রাজনীতির জন্য। মা যে কাজটা করি মন দিয়েই করি। রায়দিঘীতে আমি কী কাজ করেছি ওখানে গেলেই সেটা বুঝতে পারবেন। ওটার জন্যই অভিনয়ে একটু অবহেলা করেছি। তাছাড়া আমি ভালো কাজের (স্ক্রিপ্টের) অপেক্ষা করছিলাম। এই গল্পটা পাওয়ার পরও হ্যাঁ বলার আগে অনেক ভেবেছি। কাজ করতে চাই বলেই অভিনয় করব এমনটা নয়। তখন লোকে সেটা দেখে বলবে এবাবা দেবশ্রী এই কাজ করল! তাই বেছে এই কাজ করলাম।' তবে লোকসভা নির্বাচনে তিনি ভোটের ময়দানে নামবেন কিনা খোলসা করলেন না। তাঁর এখন ধ্যান জ্ঞান সবটাই কেমিস্ট্রি মাসি।
তবে আগামীতে তাঁকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি দেখা যাবে। শেষবার তাঁদের একসঙ্গে ত্রয়ী ছবিতে দেখা গিয়েছিল।