নায়িকাদের বিয়ের সাজের ছবি দেখতে খুব পছন্দ করেন তাঁদের অনুরাগীরা। সঙ্গে মুচমুচে গসিপও তো মেলে। বুধবার রাতে বউ-এর সাজে দেখা দিলেন টিভির জনপ্রিয় মুখ দেবলীনা দত্ত। গাড়ির মধ্যে বসে তোলা হয়েছে ছবিখানা। পরে আছেন লাল বিয়ের শাড়ি। মাথায় ওড়না। তাতে আবার সোনালি জরির কাজ। মাথায় টায়রা-টিকলি। সঙ্গে সোনার গয়না। ক্যাপশনে লিখলেন, ‘পথে রয়েছি’।
ব্যস, সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসতেই অনুরাগীদের জল্পনা-কল্পনা শুরু। কমেন্টে একজন লিখলেন, ‘তুমি কি সত্যি বিয়ে করছ নাকি দিদি?’ আরেকজন লিখলেন, ‘তুমি এত সুন্দর দেখতে দিদি। কী ভালো লাগছে বউয়ের সাজে। আশা করি তুমি ভবিষ্যতে সত্যিই ভালো জীবনসঙ্গী পাবে।’ আরও পড়ুন: আজকাল কাজে না যাওয়ার ভীমরতি ধরেছে রণবীর কাপুরের! কারণ শুনলে আরও অবাক হবেন
আসলে আসছে দেবলীনার নতুন ছবি 'ম্যারেজ অ্যানিভার্সারী'। ছবিতে মুখ্য চরিত্রে তিনি ও তাঁর বিপরীতে সুজন নীল মুখার্জী। এই দুই অভিনেতা ছাড়াও দেখা যাবে ইন্দ্রাণী ঘোষ এবং ডক্টর সুজয় বিশ্বাসকে। অসমবয়স্ক দাম্পত্যের গল্প নিয়ে এই সিনেমা। সিনেমার কেন্দ্রীয় চরিত্র দুটোর নাম, অরুণাভ আর বিপাশা। অনাথ বিপাশাকে বিয়ে করেন ২৫ বছরের বড় অরুণাভ। দেখতে বাইরে থেকে আর পাঁচটা সম্পর্কের মতো হলেও ভিতরে ভিতরে নানা সমস্যা। তবে সবকিছু হঠাৎ বদলে যায় তাঁদের ২৫ বছরের বিবাহবার্ষিকীতে। সেই রহস্যেরই জট খুলবে ছবিতে। এই ছবিতে গার্হস্থ্য হিংসের দিকটাও ফোকাস করা হয়েছে। চারপাশে এমন অনেক দম্পতি আছে যাদের বাইরে থেকে দেখলে খুব সুখী মনে হয়, কিন্তু সম্পর্কের অভ্যন্তরে রয়েছে এক অন্য দিক। বিপাশা-অরুণাভর সম্পর্কের হালও এটাই। পরিণতি কী হয় সেটাই দেখার। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা আছে ছবিখানার। আরও পড়ুন: মিঠাই ছাড়লেন নাকি সৌমিতৃষা? নায়িকার পোস্টে ‘আমার ঘরটা মিস করব’ নিয়ে শুরু জল্পনা
বাস্তব জীবনেও গত বছর নানা ওঠাপড়ার মুখে পড়তে হয়েছে দেবলীনাকে। ভেঙে যায় তাঁর দীর্ঘ ১২ বছরের বিবাহিত সম্পর্ক। একসময় পাওয়ার কাপল হিসেবে মানা হত তাঁদের। দেবলীনা-তথাগতর সম্পর্ক ভাঙার নির্দিষ্ট কারণ নিয়ে কেউই মুখ খোলেননি। তবে তথাগতর সঙ্গে সেই সময় নাম জড়িয়েছিল বিবৃতি চট্টোপাধ্যায়। যা শুরু হয়েছিল একসঙ্গে ভটভটি সিনেমা. কাজ করার সময় থেকে। এখন দুজনে আবার কাজ করে ফেলেছেন ‘গাকি’-তে। তবে দেবলীনা আর তথাগত আলাদা থাকলেও আইনি বিবাহ বিচ্ছেদ হয়নি এখনও। কথা হয় এখনও, তবে সবটাই নিজেদের চারপেয়ে পোষ্য সন্তানদের নিয়ে। আলাদা আলাদা করে দুজনেই ব্যস্ত কাজ নিয়ে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)