দেব এখন তুমুল ব্যস্ত নির্বাচনী প্রচারে। এই বারেও তিনি ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন। তবে রবিবার, ২১ এপ্রিল তিনি নিজের হয়ে প্রচারে নামেননি। বরং হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন। সেখানে গিয়ে হিরণ চট্টোপাধ্যায়কে একহাত নেন তিনি।
হিরণকে নিয়ে কী বললেন দেব?
দেবের বিপক্ষে এবার ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করছেন হিরণ চট্টোপাধ্যায়। হিরণ মাঝে মধ্যেই দেবকে আক্রমণ করে থাকেন। উল্টো দিকে অভিনেতা কখনও উত্তর দেন। কখনও না। কিন্তু এদিন হাওড়ার একটি জনসভায় দাঁড়িয়ে বলেন, ' হিরণ ভীষণই চাপে আছে ওই জন্যই অমন ভুলভাল বকছে। আমি যদি দাঁড়াতাম না তাহলে ও কিছুটা চাপমুক্ত হতো। ঘাটালের মানুষ জানে কাকে ভোট দেওয়া যায়, কাকে ওঁরা ভোট দেবেন ঠিক করে নিয়েছেন। তাই আমি চাপে নেই। আমরা যেভাবে কাজ করেছি, মানুষের পাশে থেকেছি সেই দল মানুষের পাশেই টিকে থাকবে। প্রচার কাজ হয়েছে, আরও করবে। সেই দলই ভালোবাসা পাবে মানুষের। এখন খালি সময়ের অপেক্ষা।'
আরও পড়ুন: 'বলিউডে স্বজনপোষণ খুল্লামখুল্লা চলে, আর এখানে...' ‘আলাপ’ জমার আগে টলিউড নিয়ে বেফাঁস মিমি
আরও পড়ুন: রাতুলের হাতের সিঁদুরে সীমন্তিনী রূপাঞ্জনা, বিয়ের পরই বরের গলা জড়িয়ে লিখলেন...
এদিন তিনি হিরণের উদ্দেশ্যে আরও বলেন, 'ওর সিনেমার কেরিয়ারে একেবারেই শেষ। এখন যতটা যা টিকে আছে পুরোটাই হেডলাইন রাজনীতি করে। আমি ১০ বছর ধরে রাজনীতি করছি। এটাকে সৌজন্যের রাজনীতি বলে।'
আরও পড়ুন: প্রকাশ্যে সৌরসেনীর বডি শেমিং করলেন সৃজিত? সতর্ক করে কেন বললেন, 'আর দুমাস সময় আছে তার মধ্যেই...'
প্রসূনের হয়ে প্রচারে দেব
হাওড়া সদর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে এদিন অর্থাৎ রবিবার, ২১ এপ্রিল প্রচার করেন দেব। আন্দুল রাজবাড়ির মাঠের এই জনসভায় দাঁড়িয়ে দেব বলেন, 'আমি ভোট চাইতে আসিনি। যে দলের প্রার্থী আপনাদের পাশে থেকেছে সেই দলেরই জেতা উচিত। তবে প্রশ্ন বন্দ্যোপাধ্যায় বাঙালির গর্ব।' ভোট চাইতে আসিনি বলেও দেব এদিন বলেন, ' গ্রামীণ হাসপাতালের উন্নয়ন থেকে স্বাস্থ্য সাথী কার্ড সবই করেছে তৃণমূল সরকার। হাওড়ায় প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। ধর্ম নিয়ে ভোট চাইতে এলে তাঁদের ভোর দেবেন না। দেশে মূল্য বৃদ্ধি হয়েছে। কেন্দ্র সরকার মুখে বললেও জিনিসের দাম কমেনি। তাই একটাও ভোট অন্যত্র নয়। সবটা তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জন্য।'