শীঘ্রই মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত ছবি আলাপ। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে এই ছবির ট্রেলার। এবার আলাপ থেকে শুরু ইন্ডাস্ট্রি সহ সবটা নিয়ে কী জানালেন মিমি?
আলাপ ছবিটি নিয়ে কী জানালেন মিমি?
OTT প্লেকে দেওয়া একটি সাক্ষাৎকারে মিমি জানান, 'আমি এই ছবিটার সঙ্গে বহুদিন ধরেই যুক্ত। অধিকাংশ সময় আগে ছবির নায়ক নির্বাচিত হয় তারপর নায়িকা। কিন্তু এখানে আগে আমি যুক্ত হয়েছি তারপর আবির দা।' এরপর তিনি তাঁদের জুটি সম্পর্কে জানান, ' কোন জুটি হিট করবে সেটা আগে থেকে বলা যায় না। কিছু একটা এক্স ফ্যাক্টর থাকে। কোনও ফর্মুলা নেই যেটার মাধ্যমে মানুষকে বাধ্য করা যায় আপনাদের জুটিকে পছন্দ করতে।'
আরও পড়ুন: বাবার ফোনে আড়ি পাতেন সানা! দাদাগিরিতে সৌরভ বললেন, 'সারাক্ষণ কড়া নজরদারি চালাচ্ছে...'
আরও পড়ুন: রাতুলের হাতের সিঁদুরে সীমন্তিনী রূপাঞ্জনা, বিয়ের পরই বরের গলা জড়িয়ে লিখলেন...
ইদানিং বাণিজ্যিক ছবির পরিমাণ কমা নিয়ে কী বললেন মিমি?
এই প্রসঙ্গে মিমি বলেন, 'কিছু বছর আগেও আমরা যখন বাণিজ্যিক ছবিতে কাজ করতাম তখন সেগুলোতে গান একটি গুরুত্বপূর্ণ পার্ট হতো। ছবিতে পাঁচটা গান থাকলে তিন চারটে হিট হতোই। আমি এখন আর তেমন স্টেজ শো করি না। করলেও আজও সেই পুরনো ছবির গানের অনুরোধ পাই। OTT নিয়ে কারও মাথা ব্যথা নেই। তাছাড়া বাণিজ্যিক ছবি হলে বাংলা মিডিয়াই সবার আগে সেগুলোকে কটাক্ষ করে। বলে সেগুলো নাকি রিমেক, খারাপ। এআর হয়তো সেই জন্যই আজ আর তেমন বাণিজ্যিক ছবি হয় না।'
একই সঙ্গে মিমি বলেন, 'এছাড়া ইন্ডাস্ট্রিতে একটা গ্রুপ আছে যাঁরা ঠিক করে কারা ভালো আর কারা খারাপ। বলিউডে স্বজনপোষণ নিয়ে খুল্লামখুল্লা কথা হয়। করণ জোহর যদি ঠিক করেন তিনি কোনও স্টার কিডকে লঞ্চ করবেন তাহলে করেই ছাড়বেন। কিন্তু এখানে মিষ্টির ছুরি সব। কিছুই খোলাখুলি হয় না। সবাই পিছনে নিন্দে করে। একে ওকে বলে যে কাকে ছবিতে নেবে আর কাকে নয়।'
আরও পড়ুন: প্রকাশ্যে সৌরসেনীর বডি শেমিং করলেন সৃজিত? সতর্ক করে কেন বললেন, 'আর দুমাস সময় আছে তার মধ্যেই...'
আলাপ প্রসঙ্গে
আলাপ ছবিটির পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীকে। থাকবেন স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তন্বী লাহা রায়, প্রমুখ। আগামী ২৬ এপ্রিল বড় পর্দায় আসছে আলাপ। ছবিটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।