আজকাল যেখানে দু মাস বা চার মাসে ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে, সেখানে টানা আড়াই বছর চলেছে মিঠাই। শুধু তাই নয়, এতগুলো বছর ধরে প্রথমে রাত ৮টার স্লট, এরপর বিকেল ৬টার স্লটও রেখেছিল নিজের দখলে। মনোহরা পরিবার ৫৩ বার বেঙ্গল টপার হয়েছিল। যা মুখের কথা নয়। এত জনপ্রিয় মেগা শেষ হলে মনখারাপ তো হবেই।
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করছে মিঠাই। ভাইরাল হয়েছে একাধিক বিটিএস ভিডিয়ো। ‘সিধাই’ মোমেন্ট শেয়ার করেও ক্ষান্ত হতে পারছেন না ভক্তরা। বেশিরভাগ ভিডিয়োতে ভারাক্রান্ত মনে দেখা গিয়েছে তারকাদেরও। মিঠাইরানি অর্থাৎ সৌমিতৃষার চোখে জল, উদয় অর্থাৎ রাতুলের কান্না, নিপা-শ্রী অর্থাৎ দিয়া-ঐন্দ্রিলাদের ইমোশনাল মুহূর্তগুলিও কাঁদিয়েছে সকলকে। আরও পড়ুন: পরিচালক রাহুলের সঙ্গে ঝামেলায় হাতছাড়া হইচইয়ের ওয়েব সিরিজ, মুখ খুললেন শোলাঙ্কি
হয়তো এই মনখারাপ কাটাতেই ছুটি কাটাতে চলে গেলেন মিঠাই-এর সোমদাদা তার ভাইকে নিয়ে। অর্থাৎ ছুটির মেজাজে ধরা পড়লেন আদৃত আর ধ্রবজ্যোতি। কোথায় গিয়েছেন তা খোলসা না করলেও ইনস্টা স্টোরিতে দিলেন কিছু ঝলক। যার মধ্যে কয়েকটা সেলফি তোলা হয়েছে ট্রেনে, রিসর্টের ভিডিয়োও শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। গন্তব্য খোলসা না করলেও, প্রকৃতির বুকে সময় কাটাচ্ছেন দুই অভিনেতা। আরও পড়ুন: ‘কোনওদিন তোমার মা হতে পারব না…’ সৎ ছেলের জন্মদিনে লিখলেন ‘রান্নাঘর’-এর সুদীপা
ছুটি কাটাতে ব্যস্ত মিঠাই-এর আরেক অভিনেত্রী। নিপা অর্থাৎ ঐন্দ্রিলা চলে গিয়েছেন সোজা নর্থবেঙ্গলে। যদিও তিনি গিয়েছেন পরিবারের সঙ্গে। বোনের সঙ্গে একটি ছবিও শেয়ার করে নিয়েছেন পাইন বনে। পাহাড়েই চুটিয়ে রিলস বানাচ্ছেন উচ্ছেবাবুর এই মিষ্টি বোনটি।
সোমবার থেকে বিকেল ৬টায় মিঠাই-এর জায়গায় দেখানো হবে গৌরী এলো। আগামী সপ্তাহ থেকেই সাড়ে সাতটার বদলে বিকেল ৬টায় আসবে ঈশান আর গৌরী। মুখোমুখি হবে রামপ্রসাদের। আর বিকেল ৭.৩০-এ সম্প্রচারিত হবে ফুলকি। যাতে থাকছেন নতুন মুখ দিব্যানি মণ্ডল ও অভিষেক বসু। আর স্টার জলসায়ও সোমবার ৭.৩০ থেকে শুরু হচ্ছে নতুন সিরিয়াল। আসছে সন্ধ্যাতারা।
এখন দেখার মিঠাই-এর মতো এত ভালোবাসা বা জনপ্রিয়তা আদৌ জুটবে কিনা ফুলকি-র কপালে! মিঠাই-এর লেখিকা রাখিই ফুলকির জন্য কলম ধরেছেন। পরিচালনাতেও রয়েছেন মিঠাই পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস। রয়েছেন মিঠাই-তে নন্দার চরিত্রে থাকা কৌশাম্বিও।