‘বিগ বস ১৫’র ঘরে এর আগেও হাতাহাতি করেছেন করণ কুন্দ্রা আর প্রতীক সেহজপাল। তবে এবার ঘটল মারাত্মক কাণ্ড! যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। যেখানে রেগে গিয়ে প্রতীকের যৌনাঙ্গে করণ লাথি মারেন বলেই ভাইরাল হওয়া ফুটেজ দেখে মনে হচ্ছে। আর এই নিয়ে করণ কুন্দ্রার বিরুদ্ধে এলিমিনেশনের দাবি এনেছেন প্রতীকের বোন।
প্রাক্তন স্প্লিটসভিলা প্রতিযোগীর বোন প্রেরণা সেহজপাল প্রথম থেকেই ভাইকে সাপোর্ট করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের সাথে কথা বলা, প্রতীককে নিয়ে নতুন নতুন ক্যাম্পেনে সামিল হতে দেখা যায় তাঁকে। আর এবার তিনি নিজের ক্ষোভ উগড়ে দিলেন সামাজিক মাধ্যমে। সঙ্গে ওই ঘটনার একটি ক্লিপিংস শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় বিগ বস নির্মাতাদের কাছে আবেদন জানালেন যাতে ‘কিতনি মহব্বত হ্যায়’ অভিনেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে নিজের সমস্ত শক্তি দিয়ে প্রতীককে ঠেলা মারছেন আর লাথি মারছেন করণ। আর নিজের মনের রাগ প্রকাশ করে প্রেরণা লেখেন, ‘সাহস দেখুন এই সো কলড মেন্টরের। যে এত অনুপযুক্ত জায়গায় কাউকে লাথি মারতে পারে। কত সাহস ওর। প্রত্যেকটা টাস্কে শারীরিক শক্তির প্রয়োগ করে। হারতে শেখেনি আসল, হারলেই মাথা গরম হয়, মারামারি শুরু করে। আমার রক্ত টগবগিয়ে ফুটছে। অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ বড়সড় আঘাত না পায়। প্রতীক তুমি শক্ত থাকো।’