বাংলা নিউজ > বায়োস্কোপ > Parineeti Chopra-Raghav Chadha: পরিণীতিকে বাগদানের আগে নাকে অপারেশন করেছেন রাঘব? স্বীকার করেও মোছা হল ভিডিয়ো

Parineeti Chopra-Raghav Chadha: পরিণীতিকে বাগদানের আগে নাকে অপারেশন করেছেন রাঘব? স্বীকার করেও মোছা হল ভিডিয়ো

নাকে অপারেশন করিয়েছেন রাঘব চাড্ডা?

পরিণীতি আর রাঘবের ভিডিয়ো ভাইরাল ইন্টারনেটে। যেখানে আপ নেতাকে বলতে শোনা যাচ্ছে ‘নাক মেরামত’ করার কথা। সত্যিই কি নাকে অপারেশন করিয়েছেন রাঘব?

১৩ মে রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আংটি বদল সারেন পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা। বাগদানের আগে থেকেই দুই তারকার সম্পর্ক নিয়ে চলছে জোর চর্চা। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় সেদিনের অনুষ্ঠানের নানা ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে। কোনওটায় দেখা যায় দুজনে জড়িয়ে ধরে নাচ করছেন। কোনওটায় বা ঠোঁট বসিয়েছেন একে-অপরের ঠোঁটে। তবে এরই মাঝে হঠাৎ একটা ভিডিয়ো যেন একটু বেশিই চোখ টানল সকলের। যেখানে দেখা গেল, খানিকটা যেন মুখ ফসকেই ‘নাকে সার্জারি’ করার কথা বলে বসলেন আপ নেতা। তারপর থেকেই নেট-নাগরিকদের মনে প্রশ্ন, কেসটা কী?

বলে রাখি, রাঘব আর পরিণীতি একে-অপরকে চেনেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সে পড়ার সময় থেকেই। যদিও তখন ছিলেন শুধুই বন্ধু। এবার ভাইরাল হওয়া সেই ভিডিয়ো দেখে একাংশের ধারণা, অভিনেত্রী প্রেমিকাকে টক্কর দিতে বাগদানের আগে আরও একটু সুন্দর হয়ে উঠতে নোজজব করিয়েছেন রাঘব। অন্তত নিজের পরিবারকে তো তিনি তেমনটাই আভাস দিয়েছেন। 

বাগদানের অনুষ্ঠানে তাঁদের পারিবারিক ফোটোগ্রাফারদের দ্বারাই ক্যামেরাবন্দি হয়েছে সেই বিশেষ মুহূর্ত। যেখানে পরিবারের এক বয়স্কা সদস্যকে রাঘব বলছেন, ‘আমার নাকটা আসলে মায়ের মতো ছিল কাকি। খুব ছোট্ট। আমি সেটাকে বাবার মতো করলাম আর কী। মেরামত করে নিলাম।’ দেখা যায় রাঘবকে শীঘ্রই থামিয়ে দেন পরিণীতি। দেখান, তাঁর কথা রেকর্ড হচ্ছে। আরও পড়ুন: নতুন সংসদ ভবন নিয়ে নমোর গুণগান শাহরুখ খানের মুখে, মোদীর থেকে এল জবাব

অনলাইনে যে সোর্স থেকে ভিডিয়োটি আপলোড করা হয়েছিল, সেখান থেকেও পরে ভিডিয়োটি মুছে ফেলা হয়। তবে তার মধ্যেই যদিও ভাইরাল হয়ে গিয়েছে সেটি। নেটপাড়া প্রশ্ন তুলতে শুরু করেছেন, সত্যিই কি নাকে অপারেশন করিয়েছেন রাঘব?

রাঘব আর পরিণীতি হয়তো সাত পাকে বাঁধে পড়বেন অক্টোবর মাসেই। সেই সময় জিও মামি ফেস্টিভ্যালের কারণে ভারতে আসার কথা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ারও। যদিও তুতো বোনের বাগদানে যোগ দিতে রাতারাতি ভারতে এসেছিলেন তিনি। তবে সঙ্গে আসতে পারেননি নিক আর তাঁজদের কন্যা সন্তান মালতী। 

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন