বাংলা নিউজ > বায়োস্কোপ > Sussanne Khan’s Boyfriend: চর্চিত প্রেমিকের জন্মদিনের পার্টি কি সুজানের বাড়িতে? ভাইরাল ইনস্টাগ্রাম পোস্ট

Sussanne Khan’s Boyfriend: চর্চিত প্রেমিকের জন্মদিনের পার্টি কি সুজানের বাড়িতে? ভাইরাল ইনস্টাগ্রাম পোস্ট

এবার কি সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করবেন সুজান? (ফাইল ছবি)

অবশেষে কি নতুন প্রেমের কথা প্রকাশ্যে আনতে চলেছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী? গুঞ্জন বলি-পাড়ায়।

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, আবার নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুজান খান। হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী অবশ্য এখনও খোলাখুলি কিছু বলেননি। কিন্তু আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তিনি রীতিমতো ‘প্রেম’-এই আছেন। তবে হালে ইনস্টাগ্রামের একটি পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। এবার বুঝি সব কথা খোলাখুলিই বলে দেবেন সুজান— তেমনই ভাবতে শুরু করেছেন অনেকে।

গত বেশ কয়েক মাস ধরেই সুজান খান সম্পর্কে শোনা যাচ্ছে, আরসলান গোনি নামের জনৈকের সঙ্গে প্রেমে মজে রয়েছেন। হালে দু’জন একসঙ্গে গোয়া বেড়াতে গিয়েছিলেন বলেও শোনা গিয়েছিল। বিমানবন্দরের বাইরে চিত্রসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে তাঁদের ছবি। তার পরেও দু’জনের কেউই এই নিয়ে কোনও কথা বলেননি। তবে এবার বিষয়টি আরও একটু এগিয়েছে। তার পুরো কৃতিত্বই মুস্তাক শেখের।

কে এই মুস্তাক শেখ? তিনি সুজান এবং আরসলান— দু’জনেরই বন্ধু। বলিউডের সঙ্গে যুক্ত এই মুস্তাক ইনস্টাগ্রামে এক ভিডিয়ো পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আরসলানের জন্মদিন, আর এটা দুর্দান্ত হতেই হত। রাতটা দারুণ করে তুলতে সুজি (সুজান) কোনও খামতি রাখেনি। পার্টিটা কখনও ভোলা যাবে না। ভালোবাসা, আনন্দ, উষ্ণতা, পাগলামিতে ভরা একটি রাত।’

সঙ্গে যে ভিডিয়োটি মুস্তাক প্রকাশ করেছেন, সেখানে সুজান এবং আরসলানকে মাঝে মধ্যেই একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে সম্পর্ক যে বেশ ‘মিষ্টি’ তাও বারবার প্রমাণ হয়েছে ভিডিয়ো থেকে। তা দেখেই অনেকের ধারণা, এবার বোধহয় সুজান এবং আরসলান নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেই ফেলবেন, আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা।

বন্ধ করুন