ফের দুঃসংবাদ। আচমকা হৃদরোগে আক্রান্ত বলিউডে খ্যাতনামা কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা। শুক্রবার দুপুরে আচমকাই হার্ট অ্যাটাক করে রেস থ্রি পরিচালকের। আপতত আশঙ্কাজনক অবস্থায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন রোমো। এবিপি নিউজকে এই খবর নিশ্চিত করেছেন রেমোর পরিচালক-কোরিওগ্রাফার বন্ধু আহমেদ খান।
ইতিমধ্যেই রেমো অ্যানজিওপ্লাস্টি সার্জারি করা হয়েছে। রেমোর সঙ্গে এই মুহূর্তে হাসপাতালে উপস্থিত রয়েছেন তাঁর স্ত্রী লিজেলা। এবিসিডি পরিচালকের শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, রেমো পরিচালিত সর্বশেষ ছবি স্ট্রিট ডান্সার থ্রিডি। ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন বরুণ ধওয়ান ও শ্রদ্ধা কাপুর। গত বছর বক্স অফিসে মুক্তি পায় এই ছবি। মূলত জি টিভির রিয়ালিটি শো ডান্স ইন্ডিয়া ডান্সের বিচারক হিসাবে লাইমলাইটে উঠে আসেন রোমো। দু-দশকেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে বি-টাউনে রেমোর জার্নি শুরু হয়েছিল। এরপর জাতীয় পুরস্কার জয়ী কোরিওগ্রাফার হিসাবে নিজেকে মেলে ধরেছেন তিনি।