এক সময় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন টুম্পা ঘোষ। প্রায় আট বছর আগে জি বাংলায় সম্প্রচারিত হয়েছিল ‘রাগে অনুরাগে’ ধারাবাহিক। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টুম্পা। দর্শকমহলে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
রাঙিয়ে দিয়ে যাও, অগ্নিজল সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন টুম্পা। সবকটি ধারাবাহিকে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকে কড়ি ও কোমল দুই রকম স্বভাবের দুই বোনের গল্পে অভিনয় করে সবচেয়ে বেশি প্রশংসায় কুড়িয়েছেন তিনি। আরও পড়ুন: KBC 14: আমিতাভকে ৫০ লাখ টাকার প্রশ্নের জবাব দিতে ব্যর্থ আনেরি! জানেন কী সেই প্রশ্ন?
শুধু ধারাবাহিকেই নয়, ২০১৪ সালে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে একবার দেবী মহিষাসুরমর্দিনী রূপে দর্শক দেখতে পেয়েছে এই অভিনেত্রীকে। ২০২১ সালে কালার্স বাংলা চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানে দেবী চন্দ্রঘন্টা রূপে দর্শকের সামনে হাজির হয়েছিলেন টুম্পা। অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পীও তিনি। আরও পড়ুন: কলকাতা নয়, দেবলীনার প্রিয় শহর নিউ ইয়র্ক, সেখানকার রাস্তায় তুমুল নাচ অভিনেত্রীর
শেষ বার কালার্স বাংলায় ‘ত্রিশূল’ ধরাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে টুম্পাকে। খুব একটা লাইমলাইটে না থাকলেও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন ছোট পর্দার এই নায়িকা। ‘নিশির ডাক’ ধারাবাহিকে শ্রীময়ীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে আপাতত ছোট পর্দা থেকে দূরে নায়িকা। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। সেখানেই একাধিক সময় দেখা মিলছে টুম্পার।