বাংলা নিউজ > বায়োস্কোপ > Drishyam 2 Leaked Online: হলে মুক্তি পেতে না পেতেই অনলাইনে ফাঁস দৃশ্যম ২

Drishyam 2 Leaked Online: হলে মুক্তি পেতে না পেতেই অনলাইনে ফাঁস দৃশ্যম ২

অনলাইনে ফাঁস দৃশ্যম ২

Drishyam 2 Leaked Online: ছবির মুক্তি কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হল দৃশ্যম ২ ছবি। দেখুন বিস্তারিত।

দৃশ্যম ২ ছবিটি আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেল। অভিনয়ে দেখা যাচ্ছে টাবু, অজয় দেবগন, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত, প্রমুখকে। ছবি মুক্তি পেতে না পেতেই একেবারে এইচডি ভার্সনে অনলাইনে ফাঁস হয়ে গেল যে ছবি।

প্রতি শুক্রবার যখন কোনও সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় সমস্ত কলাকুশলীরা একটাই জিনিস প্রার্থনা করেন, যাতে এই ছবি অনলাইনে ফাঁস না হয়। কিন্তু দৃশ্যম ২ ছবির ক্ষেত্রে সে আশঙ্কা সত্যি করে এইচডি ভার্সনে টরেন্টের বিভিন্ন সাইটে ছবিটি ফাঁস হয়ে গিয়েছে। অজয় দেবগনকে আরও একবার বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাচ্ছে বড়পর্দায়। সোশ্যাল মিডিয়ায় এই ছবির মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। প্রথম দিনেই এই ছবিটির বক্স অফিস কালেকশন কিন্তু বেশ ভালো। শুধু তাই নয়, প্রথম সপ্তাহান্তে এই ছবির জন্য রেকর্ড সংখ্যক অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। আর এই ফল এটা স্পষ্ট করেছে যে ছবি বক্স অফিসে দারুন সাড়া পাবে। বলিউডকে আরও একটি হিট এনে দিতে পারে এই ছবি। কিন্তু তার আগেই যে ছবিটি অনলাইনে ফাঁস হয়ে গেল। এবার কি দর্শকরা আর গাঁটের কড়ি খরচ করে প্রেক্ষাগৃহে আসবেন? প্রশ্ন থাকছেই। শুধু টরেন্টেই নয়, টেলিগ্রাম অ্যাপেও লিক হয়ে গিয়েছে ছবিটি।যেহেতু সহজেই এখন এই ছবি অনলাইনে পাওয়া যাচ্ছে সেটার খারাপ প্রভাব এই ছবির বক্স অফিস কালেকশনে পড়বেই। কিন্তু কতটা সেটা এখনও স্পষ্ট নয়।

এই ছবিতে অজয় দেবগন, টাবু, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত ছাড়াও অক্ষয় খান্নাকেও দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। তিনি এখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন।

বন্ধ করুন