বাংলা নিউজ > বায়োস্কোপ > Dunki Dubai Promotion: দুবাইয়ের আকাশে ড্রোন দিয়ে শাহরুখের প্রতিচ্ছবি, হাত ছড়িয়ে পোজ দিল আলোর শাহরুখ

Dunki Dubai Promotion: দুবাইয়ের আকাশে ড্রোন দিয়ে শাহরুখের প্রতিচ্ছবি, হাত ছড়িয়ে পোজ দিল আলোর শাহরুখ

দুবাইতে ডাঙ্কির প্রচারে শাহরুখ খান। 

ইতিমধ্যেই ডাঙ্কির প্রচারে দুবাইতে ছুটেছেন কিং খান। দুবাইতে কিং খানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ড্রোন দিয়ে দুবাইয়ের আকাশে ফুটিয়ে তোলা হয় শাহরুখের প্রতিচ্ছবি।

২১ ডিসেম্বর ফিরছেন শাহরুখ খান বড় পর্দায়। তাঁর এই ছবি নিয়ে আপাতত উৎসাহে টগবগিয়ে ফুটছেন কিং খানের ভক্তরা। কারণ, পরপর দুটো অ্যাকশন ছবি উপহার দিয়েছেন তিনি চলতি বছরেই। আর এই দুটি ছবি অর্থাৎ পাঠান আর জওয়ান ১০০০ কোটির উপর ব্যবসাও করে ফেলেছে।

ইতিমধ্যেই ডাঙ্কির প্রচারে দুবাইতে ছুটেছেন কিং খান। দুবাইতে কিং খানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ড্রোন দিয়ে দুবাইয়ের আকাশে ফুটিয়ে তোলা হয় শাহরুখের প্রতিচ্ছবি। আকাশে আলো দিয়ে তৈরি, হাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার পোস্ট যে কারও চোখ কপালে তুলবে। সঙ্গে বুর্জ খালিফায় শো-কেস করা হয়েছিল ট্রেলারখানাও।

ডাঙ্কি ড্রোন ইভেন্টের ছবি আর ভিডিয়ো আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। কিং খানের সঙ্গে দুবাইতে রয়েছেন পরিচালক রাজকুমার হিরানি আর অভিজাত জোশি। কালো টি শার্ট, ম্যাচিং প্যান্ট আপ লাল জ্যাকেটে সেজেছিলেন কিং খান। আর চোখে সানগ্লাস।

ডাঙ্কি-তে রয়েছেন শাহরুখ, তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার, অনিল গ্রোভার এবং বোমান ইরানির একটি সমন্বিত কাস্ট। বৃহস্পতিবার এটি প্রেক্ষাগৃহে আসবে।

ডাঙ্কি লিখেছেন অভিজাত জোশি, রাজকুমার হিরানি এবং কণিকা ধিলোঁ। চার বন্ধু মনু, সুখী, বুগ্গু এবং বাল্লির মন ছুঁয়ে যাওয়া গল্প, যারা উন্নত জীবনের স্বপ্ন দেখতে পঞ্জাব ছেড়ে যেতে চয় লন্ডনে। আর তারপর থেকেই শুরু হয় তাঁদের জীবনের কঠিন যাত্রা। 

মঙ্গলবার শাহরুখ খান ডাঙ্কির একটু নতুন পোস্টারও শেয়ার করেছেন। যা শেয়ার করে ইভিনেতা লিখেছিলেন, ‘ডাঙ্কি, আপনে রিস্তে পিছে ছোড় আতে হ্যায়… এক দিন ওহি রিস্তে উনহে ঘর ওয়াপস লে আতে হ্যায়।নতুন পোস্টারে শাহরুখ, তাপসী এবং বিক্রমকে দেখা যাচ্ছে।

এর আগে রাজুর সঙ্গে মুন্না ভাই, থ্রি ইডিয়টসে কাজ করার কথা থাকলেও তা হাতছাড়া হয় শাহরুখের। লসে প্রশ্নে শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন রাজু মুন্না ভাই নিয়ে এসেছিল। আমার মনে হয়েছিল, নতুন পরিচালক, করেই ফেলবে। চার মাস, আট মাস পরে করব বলায়, ও চলেই গেল। আবার থ্রি ইডিয়টসের সময় যখন এল, তখন ভাবলাম ও কত আর বড় (পরিচালক) হয়েছে। আমি তো বড় (তারকা) হয়ে গিয়েছি। এরপর যখন ওটাও হাতছাড়া হয়ে গেল, ভাবলাম আর চান্স নেওয়া যাবে না। ওকে লকডাউনে আর কারও সঙ্গে দেখা করার সুযোগই দেইনি। আমরা দুজনেই আসলে এত বড় হয়ে গিয়েছি, যে একে অপরের জন্য সময় বার করতে একটু বেশি সময় লেগে গেল। তবে এবার একটা ছোট্ট আর মিষ্টি ছবি বানিয়েছি আমরা দুজনে মিলে।’

বায়োস্কোপ খবর

Latest News

দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.