বাংলা নিউজ > বায়োস্কোপ > Durnibar-Oindrila: হলুদ মেখে বিয়ের জন্য প্রস্তুত দুর্নিবার, শাঁখা পলায় সেজে উঠেছেন ঐন্দ্রিলাও

Durnibar-Oindrila: হলুদ মেখে বিয়ের জন্য প্রস্তুত দুর্নিবার, শাঁখা পলায় সেজে উঠেছেন ঐন্দ্রিলাও

নতুন ইনিংস শুরুর প্রস্তুতি দুর্নিবার-ঐন্দ্রিলার

Durnibar-Oindrila: বিয়ের পিঁড়িতে ফের বসতে চলেছেন দুর্নিবার সাহা। সকালের প্রাক-বিবাহ অনুষ্ঠানের ছবি শেয়ার করলেন দুজনেই।

ফের ছদনাতলায় বসছেন দুর্নিবার সাহা। সারেগামাপা খ্যাত অভিনেতা ৯ মার্চ তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। তাঁর আগে বিয়ের নানা নিয়ম কানুনের ছবি হবু বর- কনে দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।

সেলেবদের বিয়ের নয়া রেওয়াজ অনুযায়ী দুর্নিবার এবং মোহরের বিয়ের হ্যাশট্যাগ দেওয়া হয়েছে দুর্নিমোহর। গায়কের এক বন্ধু এদিন তাঁর গায়ে হলুদের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেটি তিনি তাঁর ফেসবুক স্টোরিজে শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে দুজনের পরনেই হলুদ পাঞ্জাবি। দুর্নিবারের কপালে হলুদ লেগে রয়েছে। তাঁর বন্ধু এই ছবি শেয়ার করে লেখেন 'হবু বরের সঙ্গে।'

অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা এদিন তাঁর শাঁখা পলা পরা হাতের একটি ছবি পোস্ট করেন ফেসবুক স্টোরিজে। সেখানে তিনি তাঁর নান্দীমুখ থেকে গায়ে হলুদ সবের ছবি শেয়ার করেন। সকালের অনুষ্ঠানের জন্য তিনি একটি সাদা লাল পাড় শাড়ি পরেছিলেন। অন্যদিকে গায়ে হলুদে তাঁর পরনে ছিল হলুদ শাড়ি ম্যাচিং ব্লাউজ এবং সোনার গয়না।

ঐন্দ্রিলার গায়ের হলুদের জায়গাটি গাঁদার মালা, বাহারি রাজস্থানি কাজের ছাতা, ইত্যাদি দিয়ে সাজানো হয়েছিল। সেখান থেকে একটি ক্যান্ডিডছবি শেয়ার করেন তিনি।

<p>প্রাক-বিবাহ অনুষ্ঠানে দুর্নিবার-ঐন্দ্রিলা</p>

প্রাক-বিবাহ অনুষ্ঠানে দুর্নিবার-ঐন্দ্রিলা

জানা গিয়েছে গতবছর থেকে সম্পর্কে আছে দুর্নিবার ঐন্দ্রিলা। গতবছরের মাঝামাঝি সময়ই তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। ২০২১ সালে দুর্নিবার তাঁর প্রথম স্ত্রী মীনাক্ষীকে সামাজিক ভাবে বিয়ে করেন। যদিও ২০১৭ সালেই তাঁরা আইনি বিয়ে সেরে নিয়েছিলেন। কিন্তু সামাজিক বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সম্পর্কের ছন্দপতন ঘটে। শোনা যাচ্ছে দুর্নিবারের নতুন সম্পর্কের কারণেই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। যদিও গায়ক সেটা নাকচ করে দেন।

বর্তমানে অতীতকে পিছনে ফেলে জীবনের নতুন ইনিংস শুরু করার জন্য যে দুর্নিবার একেবারেই প্রস্তুত সেটা বোঝা যাচ্ছে। আজ রাতেই বসছে তাঁদের বিয়ের আসর। তার আগে প্রাক বিবাহ অনুষ্ঠানে মেতে উঠেছে টলি পাড়ার এই চর্চিত জুটি।

বায়োস্কোপ খবর

Latest News

আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.