সম্প্রতি ভারতে এসেছে এড শিরান। তাঁর এই ম্যাথেমেটিক্স ট্যুর নিয়ে তাঁর ভারতীয় ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মুম্বইতে এদিন তাঁর গানে গানে আসর জমিয়ে তুলেছিলেন। সেখানেই তিনি দিলজিৎ দোসাঁঝের সঙ্গে একটি বিশেষ পারফরমেন্স উপহার দিলেন ভক্তদের।
আরও পড়ুন: '২০০৯ সাল থেকে এখনও...' গত ১৫ বছরে একবারও বাজাননি হর্ন! সচেতন নাগরিক হওয়ার বার্তা ‘ভূমি’র সৌমিত্রর
দিলজিৎ দোসাঁঝের সঙ্গে পঞ্জাবি গান গাইলেন এড শিরান
গত ১৬ মার্চ মুম্বইতে অনুষ্ঠিত হয় এড শিরানের শো। সেখানেই তিনি দিলজিৎ দোসাঁঝের সঙ্গে একটি বিশেষ পারফরমেন্স উপহার দেন সকলকে। তাঁরা দুজন মিলে এদিন দিলজিৎ দোসাঁঝের হিট গান লাভার গান একসঙ্গে। প্রসঙ্গত এটি একটি পঞ্জাবি গান। আর এ হেন গান কিনা অবলীলায় এই ইংরেজ গায়ক গেয়ে ফেললেন! এড শিরানের এই কাণ্ড দেখে মুগ্ধ হয়েছেন সকলে। কোনও রকম ভুলভ্রান্তি ছাড়াই এদিন এই পঞ্জাবি গান গেয়ে শ্রোতাদের তাক লাগিয়ে দেন।
আরও পড়ুন: পুত্র সন্তানের জন্ম দিলেন সিধু মুসওয়ালার মা, গায়কের বাবা লিখলেন, 'আপনাদের আশীর্বাদেই...'
আরও পড়ুন: ঠিক যেন দম মারো দমের জিনাত! প্রকাশ্যে শ্রীলেখার আইটেম গার্ল লুক, অভিনেত্রীর নাচ দেখা যাবে কোন ছবিতে?
আর সেই পারফরমেন্সের ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দিলজিৎ দোসাঁঝ নিজেই। সেখান এড শিরানকে তাঁর জনপ্রিয় গানটি গাইতে শোনা যাচ্ছে। এদিনের এই অনুষ্ঠানে তাঁরা দুজনেই কালো পোশাক পরেছিলেন। ভিডিয়োটি পোস্ট করে দিলজিৎ লেখেন, 'এড শিরান ভাই প্রথমবার পঞ্জাবি গান গাইল। চক দে!'
এই ভিডিয়োটি এড শিরান নিজেও শেয়ার করেছেন। তিনি এটি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, 'প্রথমবার পঞ্জাবি গাইলাম। ভারতে দুর্দান্ত সময় কাটাচ্ছি। আরও ভালো সময় আসবে।'
তাঁদের এই পোস্টে একাধিক বলিউড তারকা মতামত জানিয়েছেন। বরুণ ধাওয়ান, বাদশাহ সহ আরও অনেকেই কমেন্ট করেছেন। নেটিজেনরা তো ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
আরও পড়ুন: থ্রি ইডিয়টসের শ্যুটিংয়ে সত্যি সত্যিই মদ খেয়েছিলেন আমির - মাধবনরা! বললেন, 'সেদিন রাত ৮টা থেকে...'
প্রসঙ্গত এড শিরান ভারতে এসেই ইতিমধ্যেই দেখা করে ফেলেছে শাহরুখ খানের সঙ্গে। তাঁদের একত্রে শাহরুখের আইকনিক পোজ করতেও দেখা যায়। এছাড়া অন্যান্য অভিনেতাদের সঙ্গেও দেখা করেছেন তিনি।