বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushant Singh Rajput: সুশান্ত ওপারে ফোন নিয়ে গিয়েছেন? প্রাক্তন টুইটার প্রধানের কথায় বিতর্ক, এল জবাবও

Sushant Singh Rajput: সুশান্ত ওপারে ফোন নিয়ে গিয়েছেন? প্রাক্তন টুইটার প্রধানের কথায় বিতর্ক, এল জবাবও

সুশান্তের প্রোফাইলের ব্লু টিক নিয়ে প্রশ্ন টুইটার ইন্ডিয়ার প্রাক্তন প্রধানের

Sushant Singh Rajput: মৃত মানুষের প্রোফাইলে ব্লু টিক! সম্প্রতি সেলেবদের প্রোফাইল থেকে ব্লু টিক সরিয়ে দিয়েছে টুইটার। এখন যাঁরা টুইটার ব্লুর সাবস্ক্রিপশন নেবেন তাঁদের প্রোফাইলে ব্লু টিক থাকবে। তাহলে সুশান্তের প্রোফাইলে এই নীল চিহ্ন এল কোথা দিয়ে? প্রশ্ন টুইটার ইন্ডিয়ার প্রাক্তন প্রধানের।

মৃত মানুষের প্রোফাইলে ব্লু টিক! বিষয়টা দেখেই প্রশ্ন তুলেছিলেন টুইটার ইন্ডিয়ার (Twitter India) প্রাক্তন প্রধান মণীশ মহেশ্বরী (Manish Maheswari)। এলন মাস্কের (Elon Musk) নির্দেশে টুইটারের তরফে সমস্ত তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রমুখদের প্রোফাইল থেকে ব্লু টিক সরিয়ে নেওয়া হয়েছে। এখন যাঁরা কেবল টুইটার ব্লুর সাবস্ক্রিপশন নেবেন তাঁরাই এই ফিচারের সুবিধা পাবেন। যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রোফাইলে ব্লু টিক এল কীভাবে? এই প্রশ্নই তুলেছিলেন মণীশ।

মণীশের সেই টুইট দেখে সুশান্ত ভক্তরা বেজায় ক্ষেপে যান তাঁর উপর। ঝামেলা তৈরি হলে অবশেষে সাফাই দেন তিনি। জানান তিনি কেবল এই কনফিউশন দূর করতে চেয়েছিলেন যে কীভাবে এই প্রয়াত অভিনেতার টুইটার হ্যান্ডেলে ব্লু টিক এল।

সুশান্ত ভক্তদের উদ্দেশে মণীশ আরও একটি টুইট করে লেখেন, 'আমার টুইট করার উদ্দেশ্য ছিল ব্লু টিক নিয়ে মানুষের মধ্যে যে প্রশ্ন, কনফিউশন আছে সেটাকে প্রকাশ্যে আনা। আমি সুশান্তকে ভীষণ শ্রদ্ধা করি। এমএস ধোনি ছবিতে ওর অভিনয় দুর্দান্ত লেগেছিল।'

এর আগে কী লিখেছিলেন মণীশ মহেশ্বরী?

সুশান্তের প্রোফাইলে এখনও ব্লু টিক রয়েছে দেখে সম্প্রতি তিনি সেটার স্ক্রিনশট শেয়ার করে প্রশ্ন তুলে লেখেন, 'ভাবছি এলন মাস্ক কীভাবে সুশান্ত সিং রাজপুতের ফোন নম্বরটা ভেরিফাই করল। হয় উনি মিথ্যে বলছেন। নইলে মানুষ মৃত্যুর পরেও নিজেদের সঙ্গে ফোন রাখার ব্যবস্থা করে নিয়েছেন।' তিনি ২৬ এপ্রিল এলন মাস্ককে সোজাসুজি মেনশন করেই এই টুইট করেন। গত অক্টোবরে এলন মাস্ক এই মাইক্রো ব্লগিং সাইটের দায়িত্ব অধিগ্রহণ করেছেন। তারপর থেকেই তিনি এখানে একাধিক বদল এনেছেন। এবার তাঁর সেই একটি বদল নিয়ে প্রশ্ন তুললেন সুশান্ত।

তবে মণীশের এই পোস্ট মোটেই ভালো চোখে দেখেননি তাঁর ভক্তরা। তাঁদের দাবি ছিল, 'স্যার সুশান্তের একজন ভক্ত হয়ে বলছি এর মধ্যে ওঁকে টানবেন না। আপনার বক্তব্য ব্লু টিক নিয়ে তো বা কী করে ওঁর নম্বর ভেরিফাই করা হল সেটা নিয়ে তো? তাহলে জানাই অনেকেই এই ব্লু টিক ফেরত পেয়ে গিয়েছেন।'

আরেক ব্যক্তি লেখেন, 'সুশান্তের নাম ব্যবহার করে প্রাসঙ্গিক থাকতে চাইছেন। অত্যন্ত দুঃখজনক।'

প্রসঙ্গত ২০২০ সালে মাত্র ৩৪ বছর বয়সে মুম্বইয়ের ফ্ল্যাটে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

বন্ধ করুন