মেঘ আর ময়ূরী দুই বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল জি বাংলার মেগা ‘ইচ্ছে পুতুল’। নীলকে নিয়ে দুই বোনের দড়ি টানাটানির গল্প শুরু থেকেই প্রশংসা কুড়িয়েছে। বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’কে কড়া চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়ে লাগাতার ভালো টিআরপি আনছে এই সিরিয়াল। গত সপ্তাহেও ৫.৫ রেটিং দিয়েছে ‘ইচ্ছে পুতুল’। তবুও আচমকাই কোপ পড়েছে ইচ্ছেপুতুল-এর টেলিকাস্টে!
দাদাগিরি- আগমনে সপ্তাহে পাঁচ দিনের বদলে মাত্র চার দিন (সোম থেকে বৃহস্পতি) সম্প্রচারিত হবে এই মেগা। এর মাঝেই টেলিপাড়ায় শুরু নতুন জল্পনা। খুব শীঘ্রই নাকি বন্ধ করে দেওয়া হবে ইচ্ছে পুতুল! সত্যি কি তাই? খোঁজ নিতে হিন্দুস্তান টাইমস যোগাযোগ করেছিল গল্পের নায়ক নীল মানে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রশ্ন শুনে মৈনাক জানান, ‘শেষ হচ্ছে কিনা এখনও কনফার্ম কিছু বলতে পারব না। প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে আমাদের কিছু জানানো হয়নি’। টেলিকাস্টের দিন কমানো প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, দাদাগিরি শুরু হচ্ছে এই সপ্তাহ থেকে। তাই এই মুহূর্তে ইচ্ছেপুতুল সোম থেকে বৃহস্পতি সম্প্রচারিত হবে। তবে গতকালও শুনালাম, পুজোর পর আমাদের টেলিকাস্টের দিন সংখ্যা ফের পাঁচ করে দেওয়া হবে’।
লীনা গঙ্গোপাধ্যায় পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস, অর্গানিক স্টুডিও-র আওতায় তৈরি ‘ইচ্ছে পুতুল’। খবর, সম্প্রচারের দিন কমানোয় ইচ্ছে পুতুল এগিয়ে নিয়ে যেতে চায় না প্রযোজনা সংস্থা। তবে চ্যানেল এখনই এই সিরিয়ালকে বন্ধ করতে চাইছে না। দুই পক্ষ এই বিষয় নিয়ে একটা মীমাংসায় পৌঁছানোর চেষ্টা করছে। আসলে ‘অনুরাগের ছোঁয়া’র বিপরীতে ৫.৫ টিআরপি দেওয়াটা যে সহজ নয়! এই প্রতিযোগিতা নিয়ে কী মত মৈনাকের? ‘অনুরাগের ছোঁয়া সাত দিন সম্প্রচারিত হয়, আমাদের সিরিয়াল মাত্র ৫ দিন টেলিকাস্ট হয়, তাতেই ৫.৫। আমাদের সিরিয়াল যদি সাতদিন সম্প্রচারিত হয় কোনওভাবে, তাহলেই বোঝা যাবে টিআরপিতে কোথায় কী আছে। সাতদিন সম্প্রচারিত হলে, টিআরপি-র যা অ্যাভারেজ দাঁড়ায় তাতে আমাদের সিরিয়াল সেরা পাঁচে জায়গা পাবেই’, আত্মবিশ্বাস ঝরে পড়ল ইচ্ছেপুতুল-এর নীলের গলায়।
পুজোর পরপরই শেষ হবে ‘ডান্স বাংলা ডান্স’। তখন নাকি দাদাগিরি শুক্র-শনির বদলে শনি-রবিবার সম্প্রচারিত হবে। আর পুরোনো ছন্দে ফিরবে 'ইচ্ছেপুতুল', প্রাথমিকভাবে তেমনটাই ভাবনা চ্যানেলের। যদিও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই নেওয়া হবে। তাই ‘ইচ্ছেপুতুল’-এর গল্প কি মাঝপথেই শেষ হবে নাকি নিজের ছন্দে এগোবে?' সেটাই এখন দেখবার।