বাইরের আবহওয়া বলছে ঘোর বর্ষা। কিন্তু রাজদীপের জীবনে এখন জোড়া বসন্ত! থুড়ি দ্বিতীয় বসন্ত। ‘পঞ্চমী’র পর আবারও ছোটপর্দাতে রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। মাস কয়েকের ব্যাবধানেই ফিরছেন নায়ক। সান বাংলার আসন্ন সিরিয়াল ‘দ্বিতীয় বসন্ত’-এ দেখা যাবে রাজদীপকে। গত মাসেই শোনা গিয়েছিল রাজদীপের কামব্যাকের জল্পনা, তবে চূড়ান্ত হয়নি কিছুই। কিন্তু আর কোনও জল্পনা নয়। ‘দ্বিতীয় বসন্ত’-র নায়ক হয়ে টেলিভিশনে ফেরার খবরে সিলমোহর দিয়েছন অভিনেতা। রাজদীপ হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্যি। আমি দ্বিতীয় বসন্ত করছি। আগামিকাল (বৃহস্পতিবার) আমাদের প্রমো শ্য়ুট হবে।’ আরও পড়ুন-'মানসিক অবসাদে ভুগছি, তাই পঞ্চমী ছেড়েছি এমন খবরও রটেছে’, বিরক্ত রাজদীপ
কেমন হবে এই সিরিয়ালের গল্প? রাজদীপের চরিত্রই বা কেমন হতে চলেছে? তা ভাঙলেন না নায়ক। শুধু জানালেন, ‘সবটা ক্রমশ প্রকাশ্য’। তবে নামেই স্পষ্ট আদ্যোপান্ত প্রেমের গল্প নিয়েই পর্দায় ফিরছেন রাজদীপ। এই সিরিয়ালে দুই নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে রাজদীপকে। একদিকে থাকছেন জ্যাসমিন রায় (Jasmin Roy)। অন্য় নায়িকা হিসাবে রয়েছেন জলসার এক জনপ্রিয় নায়িকা।
‘গঙ্গারাম’-এর নায়িকা সোহিনী গুহ রায় (Sohini Guha Roy) এই সিরিয়ালের সঙ্গে ফিরছেন ছোটপর্দায়। ‘গঙ্গারাম’ শেষ হওয়ার পর বেশকিছু ছবির কাজ সেরেছেন নায়িকা। সোহিনীকে ছোটপর্দায় দেখতে মুখিয়ে ছিল দর্শকরা, অবশেষে তিনিও ফিরছেন।
রাজদীপকে নিয়ে দুই নায়িকার দড়ি টানাটানি দেখবে দর্শক? নাকি অন্য কোনও চমক থাকবে, তা নিয়ে চর্চার শেষ নেই। ওদিকে জ্যাসমিন রায়কে সম্প্রতি ‘গাঁটছড়া’ ধারাবাহিকে তানির চরিত্রে দেখা গিয়েছে। যদিও সেটি পার্শ্ব চরিত্রে। লিড রোলে জ্যাসমিনের শেষ মেগা ছিল সান বাংলারই ‘আমার সোনা চাঁদের কোনা’।
‘ওগো বধূ সুন্দরীর’র ঈশান হিসাবে কেরিয়ারের শুরু করেছিলেন রাজদীপ। হালে ওটিটির প্রতি বেশি ঝোঁক দেখা গিয়েছে তাঁর। তবে পাঁচ বছরের অপেক্ষা শেষে গত বছরের শেষে ‘পঞ্চমী’র সঙ্গে ছোটপর্দায় ফেরেন নায়ক। এবার আর ভক্তদের বেশিদিন অপেক্ষা করালেন না রাজদীপ। ছোটপর্দায় কামব্যাক প্রসঙ্গে দিন কয়েক আগে হিন্দুস্তান টাইমসকে অভিনেতা জানান, ‘কোনও বাদবিচার নেই, যে প্ল্য়াটফর্ম থেকে ভালো কাজের অফার আসবে আমি সেখানেই কাজ করতে আগ্রহী।’ জানা গিয়েছে চলতি সপ্তাহেই শ্যুটিং শুরু হবে দ্বিতীয় বসন্তের। সব ঠিকঠাক থাকলে পুজোর পরেই সম্প্রচার শুরু হবে এই মেগার।