এই মুহূর্তে টলিপাড়ার হট টপিক জিতু কমল ও নবনীতা দাসের বিবাহবিচ্ছেদ! এই ‘ইস্মার্ট জোড়ি’র পথ যে এইভাবে আলাদা হবে তা দুঃস্বপ্নেও ভাবেননি অনেকে। ‘অর্ধাঙ্গিনী’র সেটে শুরু প্রেমকাহানি কাঙ্খিত পরিণতি পেয়েছিল ২০১৯ সালের মে মাসে। তবে চার বছরের ব্যাবধানে ঘর ভাঙল জিতু-নবনীতার। গত ছয় মাস যাবত এক ছাদের তলায় থাকেন না তাঁরা, মিউচুয়াল ডিভোর্সের মামলা আদালতে বিচারাধীন। সেপ্টেম্বরেই ডিভোর্সের শংসাপত্র হাতে পাওয়ার কথা। আরও পড়ুন-জিতুর জন্মদিন,চর্চিত প্রেমিকের সঙ্গে গোয়ায় সময় কাটাচ্ছেন নবনীতা? জোরালো পরকীয়ার অভিযোগ
ছোটপর্দা থেকে বড়পর্দায় জিতুর উত্থান, ‘অপরাজিত’র সাফল্য-- সবকিছুই যেন ম্লান হয়ে গিয়েছে ডিভোর্সের চর্চার মাঝে। নবনীতার সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে প্রকাশ্যে এতদিন কোনও মন্তব্য করেননি জিতু। অবশেষে নীরবতা ভাঙলেন পর্দার সত্যজিৎ রায়। নায়ক এইসময়কে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘আমার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের টানাপোড়েন নিয়ে মন্তব্য করে ভুল করেছন। আমি পরিণত হয়ে সেই ভুল করতে পারি না। এখন ও নিজের ভুলটা বুঝতে পারে’। প্রসঙ্গত, গত ২৯শে জুন ফেসবুকে ফলাও করে ডিভোর্সের ঘোষণা করেছিলেন নবনীতা। তারপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে সোশ্যালে। সেই পোস্টের কথাই এখানে জানান জিতু।
নবনীতা বলছেন ইগোর সমস্যার কারণেই নাকি পথ আলাদা হয়েছে তাঁদের, তৃতীয় ব্যক্তি এখানে কোনও ফ্যাক্টর নয়। জিতু কী বলছেন? অভিনেতার স্পষ্ট কথা, ‘এই নিয়ে আমি কোনও মন্তব্য করব না’।
টেলিপাড়ায় এই মুহূর্তে জোরচর্চা নবনীতার নতুন প্রেম নিয়ে। গত ২৯শে অগস্ট ছিল জিতুর জন্মদিন। তার ঠিক আগেরদিন গোয়ার একটি হোটেলের বারান্দায় পোজ দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছবি পোস্ট করেন নবনীতা। ওই একই বারান্দায় দাঁড়িয়ে ছবি তুলেছেন নবনীতার ‘বন্ধু’ স্নেহাল অধিকারী। পেশায় ব্যবসায়ী স্নেহাল। খবর, আজকাল নাকি নবনীতার ভীষণ ঘনিষ্ঠ তিনি। কানাঘুষো চর্চিত প্রেমিকের সঙ্গে নাকি সম্প্রতি গোয়ায় হাজির হয়েছিলেন নবনীতা। সেই চর্চা নিয়ে যখন সব্বার মাথাব্যাথা, তখন জিতুর গলায় উলটো সুর। নবনীতার নতুন প্রেমের চর্চা কতটা ভাবায় জিতুকে? তাঁর জবাব- ‘একদম ভাবায় না। একজন পরিণত মানুষ নিজে ঠিক করবেন তিনি কখন কী করবেন। কোনটা করা যায়, সেটা অবশ্যই দেখার ব্যাপার আছে। তবে এই নিয়ে আমার কিছু ভাবনা নেই’।
আগামী দিনেও নবনীতার সঙ্গে বন্ধুত্ব টিকিয়ে রাখতে আগ্রহী জিতু। পরিবারের অংশ হিসাবে পাশে থাকতে না পারলেও বন্ধু হিসাবে আজীবন নবনীতার সব সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান অভিনেতা। স্নেহালের সঙ্গে বন্ধুত্বের কথা মেনে নিয়েছেন নবনীতা, তবে তাঁর সঙ্গে প্রেমের গুজব রটায় ভারী বিরক্ত অভিনেত্রী। কিন্তু ছবি আর কথায় বিস্তর ফারাক! সেটা তো কারুর নজর এড়াচ্ছে না।