হিন্দু রীতিতে বিয়ের পর হাজারো নিয়মবিধি। প্রথা অনুযায়ী বিয়ের পর (৮ দিনের মাথায়) অষ্টমঙ্গলায় স্বামীকে নিয়েই ফের একবার বাপের বাড়িতে যান মেয়েরা। সেদিনই নিয়ম মেনে বিয়ের জোড় খুলে দেওয়া হয়। আজ মঙ্গলবার সেই রীতি পালনেই সৌরভকে নিয়ে নিজের বাড়িতে গিয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক।
নাহ, আজ যদিও সৌরভ-দর্শনার অষ্টমঙ্গলা নয়, তিনদিনের মাথাতে নিজের বাড়িতে গিয়েছেন দর্শনা। কিছু রীতি অনুযায়ী ৩ দিনেও এই জোড় খোলার নিয়ম পালন করা যায়। আর সেটাই করছেন সৌরভ-দর্শনা। দর্শনার বাড়িতে সেই রীতিনীতি পালনের কিছু মুহূর্ত উঠে এল Hindustan Times Bangla-র প্রতিবেদনে।
আরও পড়ন-ওরা নাকি নাকউঁচু, বাংলা ছবি দেখে না! এদিকে আমাদের দেখলেই সেলফি তুল চলে আসে: সোহম
![<p>সৌরভ-দর্শনার জোড় খোলা</p> <p>সৌরভ-দর্শনার জোড় খোলা</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/12/19/600x338/e6d64327-88df-4545-94f9-e8cf0bc9bec7_1702981449225_1702981513978.jpg)
সৌরভ-দর্শনার জোড় খোলা
(ছবি সৌজন্য-দর্শনা বণিক)![<p>সৌরভ-দর্শনার জোড় খোলা</p> <p>সৌরভ-দর্শনার জোড় খোলা</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/12/19/600x338/f47c6040-e66d-4035-aae9-71eb15f979bf_1702981558767_1702981595230.jpg)
সৌরভ-দর্শনার জোড় খোলা
(ছবি সৌজন্য-দর্শনা বণিক)![<p>তিনদিনে রীতি পালনে বাপের বাড়ি গেলেন দর্শনা</p> <p>তিনদিনে রীতি পালনে বাপের বাড়ি গেলেন দর্শনা</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/12/19/original/Screenshot_2023-12-18_222735_1702981683144.png)
তিনদিনে রীতি পালনে বাপের বাড়ি গেলেন দর্শনা
(ছবি সৌজন্য-দর্শনা বণিক)এর আগে সোমবার Hindustan Times Bangla-কে দেওয়া সাক্ষাৎকারে দর্শনা জানিয়েছিলেন, ‘আমাদের অষ্টমঙ্গলা অবশ্য হচ্ছে না, কারণ আমার বাবা মিশর বেড়াতে যাচ্ছেন। আর সৌরভেরও শ্যুটিং আছে, তাই ৩ দিনের মাথাতেও যাওয়া যায়। আমরা সেভাবেই যাচ্ছি। আর সেটা হচ্ছে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার।’
দর্শনা জানান, অষ্টমঙ্গলার দিন, বিয়ের লজ্জাবস্ত্র হিসাবে পাওয় 'স্বর্ণচরী' শাড়িটা তিনি অষ্টমঙ্গলায় পরবেন। এদিন সেটাই পরতে দেখা গিয়েছে অভিনেত্রী দর্শনা বণিককে। যদিও তিনি বলেছিলেন সৌরভ হয়ত ধুতি-পাঞ্জাবি পরবেন, যদিও এদিনের ছবিতে ধুতি পাঞ্জাবির পরিবর্তে ক্যাজুয়াল শার্টের দেখা গেল সৌরভকে। হতে পারে কোনও কারণে সিদ্ধান্ত বদল হয়েছে।
এদিকে দর্শনা HT Bangla-কে জানিয়েছিলেন, তিনি বিয়ের পর এবার ব্যস্ত হয়ে যাবেন, ২১ ডিসেম্বর থেকে বনি সেনগুপ্তের সঙ্গে ‘আড়াই চাঁদ’ ছবির শ্যুটিং শুরু করবেন। অন্যদিকে সৌরভের ছবির শ্যুটিং শুরু হচ্ছে, আজ মঙ্গলবার থেকেই।
এদিকে বিয়ের পর নতুন শ্বশুরবাড়িতে কেমন কাটছে এমন প্রশ্ন দর্শনা বলেন, ‘আসলে নতুন শ্বশুরবাড়িতে এসেছি, এই বিষয়টা এখনও কিছুই অনুভব করিনি। কারণ, বিয়ের পর নানান সেলিব্রেশনের মধ্যেই কেটেছে। আস্তে আস্তে মাস খানেক কাটালে হয়ত বুঝব। এখনও তো বেশকিছু রীতিনীতি বাকি, অষ্টমঙ্গলা সহ আরও কিছু, আপাতত এইসবের মধ্যেই কাটছে। আসলে আমি আর সৌরভ খুব ভালো বন্ধু। এখানে সেই বন্ধুত্বটাই আসল। সোমবার আমি আর সৌরভ একটা সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করেছি, যেটা অনেকদিন ধরেই দেখব ভাবছিলাম। সেটা হল Animal।’ অর্থাৎ অভিনেত্রীর কথা মতো গতকাল তাঁরা এই ছবিটা দেখতে গিয়েছিলেন।