স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা হরগৌরী পাইস হোটেল। শুরু থেকেই টিআরপি তালিকায় স্লট ধরে রেখেছে রাহুল মজুমদার ও শুভস্মিতা মুখোপাধ্যায় অভিনীত মেগা। শুরু থেকেই এই মেগায় শঙ্করের মায়ের চরিত্রে দর্শক দেখছে মিঠু চক্রবর্তীকে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ালে দেখা মেলেনি মহেশ্বরীর।
দর্শকরা আশঙ্কা করছিল তবে কি সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী? অবশেষে জল্পনা সত্যি হল! হরগৌরী পাইস হোটেলের অন্যতম প্রধান চরিত্রে আর দেখা যাবে না সব্যসাচী-জায়াকে। সেই পরিবর্তে নতুন মহেশ্বরী হয়েছেন তুলিকা বসু। সেই প্রোমোও ইতিমধ্যেই দেখে ফেলেছে দর্শক। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হরগৌরীর একনিষ্ঠ ভক্তরা। কারণ মহেশ্বরী মানেই তাঁদের চোখে মিঠু চক্রবর্তী।
কিন্তু কেন এই বদল? সিরিয়াল থেকে কেন সরলেন অভিনেত্রী? জানতে হিন্দুস্তান টাইমস অনলাইনের তরফে আমরা যোগাযোগ করেছিলাম সিরিয়ালের ক্যাপ্টেন অর্থাৎ পরিচালকের সঙ্গে। পাভেল জানান, ‘মিঠুর ডেট নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তাই বাধ্য হয়েই এই পরিবর্তন। মিঠুদিন বেশকিছুদিন আগে অসুস্থ ছিলেন, তাই এক মাস ছুটি চেয়েছিলেন। তারপর তো বেনু স্যার (সব্যসাচী চক্রবর্তী, মিঠুর স্বামী) অসুস্থ হয়ে পড়েন। তাই মিঠুদি আরও কিছুদিনের ছুটি নিলেন। আমরা তো গল্পের ট্র্যাকে অনেক বদল এনেছিলাম সবটা ম্যানেজ করতে, কিন্তু শেষমেশ আর উপায় ছিল না’। জানা গিয়েছে নতুন মহেশ্বরী হিসাবে তুলিকা বসুকে বেছেছেন হরগৌরী পাইস হোটেলের প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত। আপতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চান মিঠু দেবী।
সোশ্যাল মিডিয়া নতুন মহেশ্বরীকে তুলোধনা করা হচ্ছে, সেই নিয়ে চিন্তিত নন পরিচালক। বললেন, ‘ডেলি সোপে রোজ নতুন গল্প আসে, সেই মতো চরিত্রের আচরণ বদলাতে থাকে। একটা সময় শঙ্কর বোকা-সোকা ছিল। নিজের নামটুকুও ইংরাজিতে লিখতে পারত না। তারপর সে রিয়াংশ হয়ে গেল, তারপর সে নিজেকে নিজের মতো করে আপটেড করে ফেলল। গল্পের মধ্যে দিয়ে সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি’।
পরিচালক আরও জানালেন, ‘আমরা ভেবেই ছিলাম এবার শাশুড়ির চরিত্রে একটু অন্য শেডস দরকার। প্রোমোতে যেমন দর্শক দেখেছ এতদিন ঐশানী মহেশ্বরীকে আন্টি বলত, কিন্তু এবার তাঁকে মা বলার হুকুম পেল। হয়ত মিঠু থাকলেও এই ট্র্যাকটা আসত। আমরা চরিত্রটা একই রেখেছি, শুধু চারিত্রিক বৈশিষ্ট্যে সামান্য বদল আসছে। আমার মনে হয় দর্শক খুব শীঘ্রই নতুন মহেশ্বরী হিসাবে তুলিকাদিকে গ্রহণ করবে’।
দিন কয়েক আগেই ৫০০ পর্ব পার করেছে হরগৌরী পাইস হোটেল। যা নিঃসন্দেহে গোটা টিমের কাছে বড় মাইলস্টোন। সম্প্রতি স্লট বদল হয়েছে মিঠিঝোরার, নতুন প্রতিপক্ষ শঙ্কর-ঐশানীদের সামনে। স্লট লিডার হওয়ার দৌড়ে এবার সাঁড়াশি চাপে টিম হরগৌরী পাইস হোটেল। জায়গা ধরে রাখতে সফল হবেনন রাহুল-শুভস্মিতারা? আপতত জবাবের অপেক্ষায় ভক্তকূল।