ফারাহ খান তাঁর ইনস্টাগ্রামে একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন। এটি যদিও একটি পুরনো ভিডিয়ো, তবুও এই ছবি নির্মাতা সেই ভিডিয়ো পোস্ট করেন, এবং সেটার মাধ্যমেই তাঁর প্রযোজক বন্ধু অমৃতপাল বিন্দ্রাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি অমৃতপালের উদ্দেশ্যে এই পোস্টে একটি মিষ্টি মেসেজও লেখেন।
ফারাহ খান যে ভিডিয়োটি শেয়ার করেছিলেন সেখানে অমৃতপাল বিন্দ্রাকে দেখা যাচ্ছিল। এবং এই ভিডিয়োটি ক্রোয়েশিয়ায় একটি ছবির শ্যুটিং করার সময় তোলা হয়েছিল। ফারাহর এই পোস্টে তাঁর বহু অনুরাগী তো বটেই, একাধিক তারকারাও কমেন্ট করেন, যাঁদের মধ্যে ছিলেন অনন্যা পাণ্ডে, প্রীতি জিন্টা, জুঁই চাওলা, প্রমুখ।
ফারাহর শেয়ার করা ভিডিয়োতে দেখা যায় অমৃতপাল শ্যুটিংয়ের সমস্ত কলাকুশলীদের সঙ্গে বসে রয়েছেন, এবং পরিচালক তাঁদের উদ্দেশ্যে বলছেন, ' অ্যান্ড ওয়ান, টু, থ্রি, ফোর!' এরপরই ব্যাকগ্রাউন্ডে ‘তুমসে মিলকে দিলকা যো হাল’ গানটি বেজে ওঠে এবং অমৃতপাল সহ সেখানে উপস্থিত সকলে নাচতে নাচতে সরতে শুরু করেন। এরপর ফারাহ তাঁদের সামনে দিয়ে হেঁটে গেলে সকলেই হেসে ওঠেন। আদতে তাঁরা সকলে এই গানটিকে রিক্রিয়েট করতে চাইছিলেন কিন্তু…. ফারাহ সুস্মিতার মতো হাঁটলেও অমৃতপালরা প্রেমে পড়ার বদলে হেসে গড়াগড়ি খান!
এই ভিডিয়োতে অমৃতপালকে একটি হলুদ রঙের টিশার্ট পরে থাকতে দেখা যায়, সঙ্গে তিনি একটি কালো হাফ প্যান্ট পরেছিলেন তিনি। এই গানের নাচতে নাচতে তিনি দারুন মিষ্টি সব এক্সপ্রেশন দিতে থাকেন।
২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হুঁ না’ ছবিটিতে শাহরুখ খান, সুস্মিতা সেনকে দেখা গিয়েছিল। এই ছবিটির পরিচালনা করেছিলেন ফারাহ খান। আর প্রযোজনা করেছিলেন গৌরী খান।
এই ভিডিয়ো শেয়ার করে ফারাহ লেখেন 'এই মজার রিলটা তো পোস্ট করতেই হতো। শুভ জন্মদিন অমৃতপাল বিন্দ্রা। সরি, ভীষণ শক্তপোক্ত ছেলেরাও কখনও সখনও এভাবে ধেরিয়ে ফেলে!' তিনি এই পোস্টে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন, সেখানে তিনি লেখেন, থ্রোব্যাক, ক্রোয়েশিয়া, শ্যুটিং, ইত্যাদি। তাঁর এই পোস্টে অনন্যা পাণ্ডে লেখেন, 'পছন্দের ভিডিয়ো।' তাঁর এই কমেন্টে ফারাহ রিপ্লাই দেন, এবং লেখেন, 'আমারও।' প্রীতি জিন্টাও কমেন্ট করেন এই পোস্টে, তিনি লেখেন, 'আই লাভ ইউ ফারাহ।' সঙ্গে হাসির ইমোজি। জুঁই চাওলাও দুটো চশমা পরা হাসির ইমোজি কমেন্ট করেন এই পোস্টে।
শুধু সেলেবরা নন, ফারাহর ভক্তরাও এই পোস্টে কমেন্ট করেন। তাঁদের একজন লেখেন, 'হলুদ জামা লোকটা কী মিষ্টি!' আরেক ব্যক্তি লেখেন, 'হাহা, সরদারজি সবার দৃষ্টি আকর্ষণ করে নিল।' আরেকজন লিখেছেন, 'দুর্দান্ত ভিডিয়ো।'
অমৃতপালের জন্মদিনে অনেকেই উপস্থিত ছিলেন, এঁদের মধ্যে ছিলেন করণ জোহর, শাহরুখ খান, গৌরী খান, নোরা ফতেহি, ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, প্রমুখ। শনিবার এই পার্টির আয়োজন করেছিলেন অমৃতপাল।