বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘তিস মার খান’ মুক্তির পর বাড়ির বাইরে পা রাখতে লজ্জা পেতেন ফারহা, কিন্তু কেন?

‘তিস মার খান’ মুক্তির পর বাড়ির বাইরে পা রাখতে লজ্জা পেতেন ফারহা, কিন্তু কেন?

‘তিস মার খান’ মুক্তির পর কী হয়েছিল ফারহার সঙ্গে?

তিস মার খানে ‘শিলা কি জাওয়ানি’র জন্য পাওয়া বেস্ট কোরিওগ্রাফার অ্যাওয়ার্ড আনতে যেতেও দোনোমোনো করছিলেন ফারহা খান প্রথমে। 

পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান তিন দশক কাটিয়ে ফেললেন বলিউডে। কেরিয়ারে হিট যেমন দিয়েছেন, তেমন চরম ফ্লপেরও মুখোমুখি হয়েছেন। বিশেষ করে ‘তিস মার খান’ ছবি নিয়ে। ফারহা জানিয়েছেন সেই ছবির বক্স অফিসে ব্যবসা করলেও সমালোচকদের দ্বারা সমালোচিত হয়েছিল চরমভাবে। আর এই জন্য বাড়ি থেকে বের হতেও লজ্জা পেতেন তিনি। 

‘তিস মার খান’-এর মুখ্য চরিত্রে আছেন অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফ। ছবির পরিচালনা করেছিলেন ফারহা। লিখেছিলেন ফারহার স্বামী শিরিষ কুন্দ্রা। এই ছবির ‘শিলা কি জাওয়ানি’ ছিল সেই বছরের হিট গান। এখনও তা ফেরে লোকের মুখে মুখে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহাকে বলতে শোনা গেল, ‘ আমার এখনও মনে আছে তিস মার খান নিয়ে কেমন কাঁটাছেড়া হয়েছিল সেই সময়। যদিও ছবি ভালো টাকা এলে দিয়েছিল। আমি অ্যাওয়ার্ড পাচ্ছিলাম। তবুও সেই সময় অনেক লড়াই করতে হয়েছিল। আমি বাড়ি থেকে বের হতে চাইতাম না। আমাকে বুঝিয়ে শান্ত করেছিল আমার শাশুড়ি। তবে এসব ওঠাপড়ার মাঝেই আমি বুদ্ধিমান হয়েছি, বয়স বেড়েছে। বাচ্চাদেরও পেয়েছি।’

ফারহা জানান এখন আর কাজ নিয়ে তিনি অনিশ্চয়তায় ভোগেন না। জানালেন, ‘বেশ কয়েকটা বছর হয়ে গেল আমি সিনেমা করিনি। শো করছি। বিজ্ঞাপনে কাজ করছি, বিজ্ঞাপনের পরিচালনা করছি। নিজেকে ব্যস্ত রাখতে চাই আমি, সেটা পারছি। সঙ্গে বাচ্চাদের সঙ্গে সময় কাটানো আমার সবচেয়ে বড় প্রাধান্য।’

কেরিয়ারের শুরুটা করেছিলেন কোরিওগ্রাফি দিয়েই। এরপর ২০০৪ সালে শআহরুখ খান, সুস্মিতা সেন আর সুনীল শেট্টির ‘ম্যায় হু না’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি। তাঁর পরিচালনায় শেষ ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’। এরপর একাধিক রিয়েলিটি শো-র বিচারক হিসেবে দেখা মিলেছে ফারহাকে, তালিকায় আছে এন্টারটেনমেন্ট কে লিয়ে কুছ ভি করেগা, ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টারের মতো শো। 

বন্ধ করুন