মৃত্যুর সঙ্গে বর্তমানে লড়াই চালাচ্ছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোহিত বল। গুরুতর অসুস্থ হয়ে তিনি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি তিনি। বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন রোহিত। এমনটাই সূত্রের তরফে জানানো হয়েছে হিন্দুস্তান টাইমসকে। আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন তিনি। সেটাই বাড়াবাড়ি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
ফ্যাশন ডিজাইনারের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, 'তিন দিন আগে মডেল সুরজ ঢালিয়া তাঁকে হাসপাতালে নিয়ে আসেন এবং ভর্তি করেন। তাঁর হার্টবিট কমছিল। জ্ঞান হারিয়েছিলেন তিনি। ওঁর পেসমেকার সাতবার শক দিয়েছে। প্রথমে তাঁকে মূলচাঁদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদান্ত হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে।'
২০১০ সালে বড়সড় একটি হার্ট অ্যাটাক হয়েছিল রোহিত বলের। সেই সময় তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি পর্যন্ত করানো হয়েছিল। এছাড়া তাঁর অগ্ন্যাশয়ের রোগও আছে। যা দিন দিন আরও খারাপ হয়েছে। বিগত কয়েক মাসে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: 'এই বাড়ি যা...' খুদে প্রতিযোগীর উপর চটে লাল সৌরভ, কী হয়েছে দাদাগিরির মঞ্চে?
আরও পড়ুন: নেটমাধ্যমে এলিয়টের কবিতা, মুখে 'বুড়ো বয়স' নিয়ে ঠাট্টা, বিয়ে করেও পরম আছেন পরমেই
রোহিতের আরেক ঘনিষ্ঠ বন্ধু হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, 'গুড্ডা একজন লড়াকু ছেলে। কিন্তু এবার ওর শরীরটা বড্ড বেশিই খারাপ হয়ে গিয়েছে। আমরা আপাতত ওর জন্য প্রার্থনা করছি।'
রোহিত নিয়মিত মদ্যপান করতেন বলেও জানা গিয়েছে। সেই কারণে মাঝে মধ্যে তাঁকে রিহ্যাবে যেতে হতো। গত বছর নভেম্বর মাসেও এই মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তখনও ভীষণ বাড়াবাড়ি হয়েছিল। সেই সময় অভিনেতা এবং তাঁর বন্ধু অর্জুন রামপাল পর্যন্ত তাঁকে দেখতে এসেছিলেন।
রোহিত বল তাঁর কাজের জন্য দারুণ বিখ্যাত। ২০০১ এবং ২০০৪ সালে তিনি আন্তর্জাতিক ফ্যাশন অ্যাওয়ার্ডে ডিজাইনার অব দ্য ইয়ার খেতাব পান। ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ড পান ২০০৬ সালে।