ইদে বাড়িতে থাকুন বা বাইরে বার হোন, উৎসবের এই দিনে নিজেকে একটু সাজিয়ে না তুললে চলে? এইবার ইদ পড়েছে ভরা বর্ষায়। মরসুমের সঙ্গে মিল রেখেই সাজুন বখরি ইদে। ঈদে শাড়ির প্রতি বাড়তি আগ্রহ থাকে মেয়েদের। এবার ঈদের শাড়িতে ফ্যাশনের সঙ্গে থাকছে আরামের দিকটাও। তাই তাঁতের শাড়িতে নিজেকে সাজাতে পারেন এই দিনে। যেমন স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই লুকটা দেখুন।
নীল তাঁত শাড়ির সঙ্গে রুপোলি জরির কাজ। সঙ্গে সাদা সিল্কের ব্লাউজে অপরূপা স্বস্তিকা। নিজের সাজ সম্পূর্ণ করতে রুপোলি জুয়েলারি পরেছেন স্বস্তিকা। বাঁধা চুলে লাল ফুল জ্বলজ্বল করছে- স্নিগ্ধ,সুন্দর এই সাজ এক কথায় অনবদ্য।
শাড়ির লুকের জন্য পারফেক্ট হতে পারে শুভশ্রীর এই বেনারসি লুক। কোনও ইদ পার্টির আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে আপনার হাতিয়ার হতে পারে রাজ ঘরণীর এই লুক।
নীল রঙা বেনারসি শাড়ি বেছে নিয়েছেন, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। আঁচল প্লিট করেননি অভিনেত্রী, বরং মেলে দিয়েছেন। আঁচলের কাজটা তিনি ফ্লন্ট করেছেন সুন্দরভাবে। সাইড পার্ট করে আঁচড়ানো খোলা চুল এবং ভারী ঝুমকোয় সেজেছেন শুভশ্রী। ঝুমকোটা লম্বা হওয়ায় গলায় কোনওরকম হার পরেননি শুভশ্রী।
বন্ধুদের সঙ্গে ঘরোয়া পার্টিতে বা পারিবারিক আড্ডার জন্য পাওলির এই লুক ট্রাই করতে পারেন। শাড়ির পাশাপাশি বাঙালি মেয়েদের পছন্দের সাবেকি পোশাক সালোয়ার কামিজ। কাশ্মিরী সুতোর কাজ করা এই সালোয়ারের গলার কাটিংটি নজরকাড়া। নায়িকার কাজল কালো চোখ আর ন্যুড লিপস-তাঁর লুকের ইউএসপি। কোনওরকম জুয়েলারি পরে নিজের লুকের সৌন্দর্যটা নষ্ট করেননি পাওলি।
ইদের ফ্যাশন নিয়ে কথা হবে, আর নুসরত জাহানের নাম আসবে না! শাড়ি-সালোয়ারের পাশাপাশি যদি লেহেঙ্গায় নিজেকে সাজাতে চান তাহলে চোখ বন্ধ করে ভরসা রাখুন নুসরত জাহানের এই স্টাইল স্টেটমেন্টে।
ঘন নীল আর আসমানি নীল কম্বিনেশনের এই লেহেঙ্গা জুরে রয়েছে রুপোলি জরির কাজ। তবে ঘরোয়া পার্টি নয়, জমকালো পার্টিতেই এই লুক হতে পারে আপনার অনুপ্রেরণা।
ভারত আর বাংলাদেশ দুই বাংলাতেই সমান জনপ্রিয় জয়া আহসান। জয়ার এই ভারী সিল্কের শাড়ি রাতের ডিনার লুকের জন্য পারফেক্ট।
উৎসব মানেই ঝকমারি কাপড়ের ব্যবহার। শাড়ি, সালোয়ারের মতো সাবেকি পোশাকের সঙ্গে লং ড্রেস, ম্যাক্সি ড্রেস বা আবায়া কুর্তার সঙ্গে পালাজ্জোর চাহিদাও তুুমুল মার্কেটে। এর মধ্যে আপনার কোন নায়িকার লুকটি ইদের জন্য পারফেক্ট মনে হল?