বাংলা নিউজ > বায়োস্কোপ > Funny Video of Kagiso Rabada: ‘নমস্কার শুয়োরজি!’ প্রেমিকার বাবা-মা’কে খুশি করতে এ সব কী বলে ফেললেন রাবাদা

Funny Video of Kagiso Rabada: ‘নমস্কার শুয়োরজি!’ প্রেমিকার বাবা-মা’কে খুশি করতে এ সব কী বলে ফেললেন রাবাদা

কাগিসো রাবাদার পরামর্শ নিলে যে কেউ পস্তাবেন। 

Viral Video of Kagiso Rabada: ভারতীয় প্রেমিকার বাবা-মাকে কীভাবে খুশি করতে হবে? হালে এক রেডিয়ো অনুষ্ঠানে পরামর্শ দিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কাগিসো রাবাদা।

যখনই আইপিএল-এ অংশ নিতে ভারতে আসেন, কাগিসো রাবাদা, তখন একচোট হিন্দি ঝালিয়ে নেন তিনি। কিন্তু তিনি তাঁর হিন্দি যে মোটেই খুব উন্নত মানের হয়নি, তা এখনও টের পাননি তিনি। আর তাতেই হেসে খুন তাঁর অনুরাগীরা। কারণ সম্প্রতি রাবাদা দেখাতে গিয়েছেন, কী করে ভারতীয় প্রেমিকার বাবা-মায়ের মন জয় করতে হবে। তাঁর পরামর্শের নমুনা দেখে সকলেই বলেছেন, রাবাদা পরামর্শ নিলে যে কেউ পস্তাতে বাধ্য!

কী করেছেন তিনি? হালে দক্ষিণ আফ্রিার এই ক্রিকেটার হাজির হয়েছিলেন ভারতীয় আরজে করীশ্মার এক শোয়ে। সেখানেই তিনি দেখাতে চেয়েছেন, কী করে ভারতীয় প্রেমিকার বাবা-মা’র মন জয় করা যায়। কী কী বলেছেন তিনি?

তিনি কী বলেছেন: ইস্ট অর ওয়েস্ট, মাই শাশুড়ি ইজ দ্য বেস্ট।

তিনি কী বলতে চেয়েছেন: (না, এখানে অবশ্য কোনও ভুল নেই। যা বলতে চেয়েছেন, সেটিই বলেছেন তিনি। আসল ঝামেলা শুরু এ পরে)

তিনি কী বলেছেন: ম্যায় আপকে পরিবারকো পাকে ‘ধনিয়া’ হো গ্যা হুঁ।

তিনি কী বলতে চেয়েছেন: ওঁদের পরিবারকে পেয়ে তিনি ধন্য হয়ে গিয়েছেন। কিন্তু ধন্য বদলে হয়ে গিয়েছে ধনিয়া। মানে, যাকে বলে ধনে।

তিনি কী বলেছেন: নমস্তে শুয়োরজি!

তিনি কী বলতে চেয়েছেন: নমস্কার শ্বশুরজি! 

তিনি কী বলেছেন: সরি, ম্যায় চুমা চাহতা হুঁ।

তিনি কী বলতে চেয়েছেন: সরি, আমি ক্ষমা চাইছি। ক্ষমা হয়ে গিয়েছে ‘চুমা’।

রাবাদার এই ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। করীশ্মা ছাড়াও রাবাদা নিজে এই ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাঁর সহখেলোয়াড় শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়া জানিয়েছেন, এই ভিডিয়ো দেখে তিনি হেসে খুন।

তবে শুধু সহখেলোয়াড়রাই নন, রাবাদা অনুরাগীরাও ব্যাপক মজা পেয়েছেন ভিডিয়োটি দেখে। এমনিতেই মজা করার জন্য বিখ্যাত রাবাদা। কিন্তু এই ভিডিয়োটি আগের সব মজাকে ছাপিয়ে গিয়েছে। অনেকেই বলেছেন, এমন বহু বিদেশি জামাইয়েরই হাল এমনই হয়। প্রথম প্রথম হিন্দি বলতে গিয়ে কী না কী সব শব্দ বেরিয়ে আসে মুখ থেকে। আর সেটি তখন বিড়ম্বনার একশেষ হয়ে যায়। রাবাদার সেই কথাই আবার মজা করে দেখিয়েছেন। 

অনেকে আবার আরজে করীশ্মাকে লিখেছেন, তিনি যেন এমন প্রেমিক খুঁজে না নেন, তাহলে তাঁর বাবা-মায়েরও বিড়ম্বনার শেষ থাকবে না। 

বন্ধ করুন