বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘Gadar 2’ Sunny Deol: চোখে জল সানি দেওলের! ধর্মেন্দ্র-পুত্রকে হাসাতে দর্শকরা বাজাল শিস, দিল হাততালি

‘Gadar 2’ Sunny Deol: চোখে জল সানি দেওলের! ধর্মেন্দ্র-পুত্রকে হাসাতে দর্শকরা বাজাল শিস, দিল হাততালি

‘আপ কি আদালত’-এর মঞ্চে কেঁদে ফেললেন গদরের সানি দেওল। 

একসময় পরপর ব্যর্থতা এসেছে সানি দেওলের ঝুলিতে। তবে গদর ২ দিয়ে রয়েছেন সাফল্যের সপ্তম স্বর্গে। আনন্দে বারবার কেঁদে ফেলতে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র-পুত্রকে। কাঁদলেন আপ কি আদালতের মঞ্চে গিয়েও।

আপাতত সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছেন সানি দেওল। টানা ব্যর্থতার পর গদর ২-এর সাফল্যে আপ্লুত সানি। সম্প্রতি ধর্মেন্দ্র-পুত্র হাজির হয়েছিলেন আপ কি আদালতে। সানি ইনস্টাগ্রামে আপ কি আদালতের এক ঝলক শেয়ার করে নিলেন। যেখানে দেখা গেল দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথা বলতে গিয়ে কেঁদে ফেলছেন সানি। 

১১ অগস্ট মুক্তি পায় ‘গদর ২’। আর ছবি ৫১০ কোটির ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যেই। সর্বাধিক উপার্জিত হিন্দি ছবির তালিকায় ৩ নম্বরে রয়েছে এই সিনেমা বর্তমানে। পয়লা নম্বরে শাহরুখ খানের পাঠান। আর দুই নম্বরে বাহুবলী ২। আরও পড়ুন: মেষ থেকে মীন: রাশি অনুযায়ী ধারণ করুন রত্ন, কাটবে বাধা-বিঘ্ন, আসবে অর্থ-সাফল্য

ভিডিয়োতে দেখা যাচ্ছে সানি-কে হোস্ট রজত শর্মা প্রশ্ন করছেন, তিনি কেন কাঁদছেন। জবাবে সানি বললেন, ‘এই মানুষগুলো যেভাবে আমাকে দেখে আনন্দ পাচ্ছে… যা আমি করেছি… বিশ্বাস হচ্ছে না আদৌ আমি এর যোগ্য কি না!’ আরেকটা ক্লিপিংসে দেখা গেল তাঁর বিরুদ্ধে পাকিস্তানের মানুষদের আনা অভিযোগেরও জবাব দিচ্ছেন তিনি। একজন পাকিস্তানি বলেন, ‘বাইশ বছর আগে হ্যান্ড পাম্প উপড়ে নিয়েছিল। আমাদের এখানে জল বন্ধ হয়ে গিয়েছিল। আর এবারে লাইটপোস্ট উপড়ে ফেলেছে। আমাজের কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে।’ জবাবে সানি গদর ২-এ তাঁর চরিত্রের কায়দায় বলেন, ‘যখন তারা সিং নিজের পরিবারের জন্য আসে তক তাকে কেউ আটকাতে পারে না।’

পাকিস্তানের আরেক বাসিন্দা আবার সানি-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন যে পাক আর্মির দরকার হবে না কোন, সে একাই সানিকে হারিয়ে দিতে পারবে। যাতে বড় পর্দার তারা সিং-এর জবাব, ‘আমি একজন অভিনেতা। যা করেছি চরিত্রের প্রয়োজনে করেছি। এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না। তবে হ্যাঁ যখন লড়াই করার প্রশ্নই উঠেছে, তখন আমি তৈরি।’ আরও পড়ুন: বিশ্বব্যপী ১৫০ কোটি, পাঠান-এর রেকর্ড ভেঙে প্রথম দিনে ছক্কা ‘জওয়ান’ শাহরুখের

২০০১ সালের কাল্ট ক্লাসিক ‘গদর: এক প্রেম কথা’-র সিক্যুয়েল হিসেবে মুক্তি পেয়েছে গদর ২। ছবিতে সানির সঙ্গে দেখা মিলেছে আমিশা পাটেল আর উৎকর্ষ শর্মার। ছবি খাতা খুলেছিল প্রথম দিনে ৪০ কোটি দিয়ে। তারপর থেকে ছক্কা হাঁকিয়েই চলেছে ছবিখানা। শোনা যাচ্ছে, গদর ৩ বানানোর কথাও ভাবা হচ্ছে। সঙ্গে গদর ২-কে পাঠানো হতে পারে অস্কারের জন্যও। 

বন্ধ করুন