তাঁদের ‘লাভ স্টোরিয়াঁ' নিয়ে একটা সময় চর্চা ছিল সর্বত্র। এখন শিরোনামে জুটির সুখী দাম্পত্য। একরত্তি মেয়েকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত দুজনেই। পাঁচ বছর চুটিয়ে প্রেম করবার পর গত বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন ‘রালিয়া’। নভেম্বরেই রাহার জন্ম দেন আলিয়া। তারপর থেকে কেরিয়ার আর সন্তান, দুই সামলাচ্ছেন নতুন বাবা-মা।
রবিবার ঝটিকা সফরে কলকাতায় হাজির হয়েছিলেন রণবীর। নিজের আসন্ন ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর প্রচার সারেন অভিনেতা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইডেনে ব্যাট হতেও দেখা মেলে নায়কের। অন্যদিকে এদিনই মুম্বইয়ের এক অ্য়াওয়ার্ড সেরেমানিতে সম্মানিত হলেন আলিয়া ভাট। ২০২২ আলিয়ার কেরিয়ারের অন্যতম স্মরণীয় বছর। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘আরআরআর’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবিতে গত বছর পাওয়া গিয়েছে রণবীর ঘরণীকে। বনশালির নায়িকা হিসাবে সবার নজর কেড়েছেন আলিয়া।
‘গঙ্গুবাই’ আলিয়া রবিবার সম্মানিত হলেন ‘জি সিনে অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে। সেরা অভিনেত্রীর সম্মানে ভূষিত হলেন রাহার মা। পুরস্কৃত হয়ে নিঃসন্দেহে উচ্ছ্বসিত আলিয়া, বাড়ি ফিরে মাঝরাতে বরের কাছে জুড়লেন আবদার। সারাদিনের কর্মব্যস্ততা ভুলে রণবীরও মন রাখলেন স্ত্রীর। কী করলেন অভিনেতা? বরের কীর্তি নিজেই ফাঁস করেছেন আলিয়া।

রণবীরের ক্যামেরায় লেন্সবন্দি আলিয়া
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন আলিয়া। বিছানার উপর জি সিনে অ্যাওয়ার্ড হাতে পোজ দিতে দেখা গেল অভিনেত্রী। পুরস্কারের আড়ালে নিজের মুখ লুকিয়েছেন ‘গঙ্গুবাই’, সঙ্গে চোখ মারতে দেখা গেল আলিয়াকে। রাত পোশাকে একদম নো-মেক আপ লুকে আলিয়ার এই মিষ্টি ছবি লেন্সবন্দি করেছেন রণবীর। ছবির ক্যাপশনে আলিয়া লেখেন, টআমি ঠিক কতটা কৃতজ্ঞ সেটা জানানোর ভাষা নেই আমার কাছে। আমাকে এই সম্মান দেওয়ার জন্য কৃতজ্ঞ। সঙ্গে বিশেষ ধন্যবাদ বরকে, রাত ২টোর সময় অত্যন্ত ধৈর্য সহকারে এই ছবি তুলে দেওয়ার জন্য’।
জি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে সুন্দর লুকে ধরা দিয়েছেন আলিয়া। এদিন থাই স্লিট গাউনে সেজেছিলেন রাহার মা। সুবজ গাউনের সঙ্গে মানানসই পান্না বসানো হীরের গয়নায় সেজেছিলেন আলিয়া, সঙ্গে সামান্য মেকআপ। খোলা চুলে মোহময়ী আলিয়া ভাট।

পুরস্কারের লাল গালিচায় আলিয়া
(PTI)মেয়ের জন্মের পর এখনও নতুন ছবির শ্যুটিং শুরু করেননি আলিয়া। আগামিতে তাঁকে দেখা যাবে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিতে। এই সিনেমায় ‘গল্লি বয়’ কো-স্টার রণবীর সিং-এর সঙ্গে জুটি বেঁধেছেন রাহার মা। অন্যদিকে রণবীর আপতত ব্যস্ত ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর প্রচারে। এই ছবিতে প্রথমবার শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়ার বর।