মাত্র কদিন হয়েছে শুরু হয়েছে স্টার জলসার নতুন মেগা গীতা এলএলবি। কিন্তু এর মধ্যেই নজর কেড়েছে এই নতুন গল্প। বর্তমানে এই ধারাবাহিকে দেখানো হচ্ছে পদ্ম ওরফে গীতার প্রথম এমন ক্লায়েন্ট যার কেস লড়ে তার জনপ্রিয় হওয়ার স্কোপ আছে, এবং মেয়েদের উপর অত্যাচার করে যারা তাদের শিক্ষা দেওয়ার একটা বড় সুযোগ আছে, তাই গীতা চায় পদ্মর শ্লীলতাহানি করেছে যারা তাদের শাস্তি দিতে। বড়লোক, প্রভাবশালী ব্যক্তির ছেলে তো বটেই সে, একই সঙ্গে আবার একজন বড় উকিলের আত্মীয়ও বটে। ফলে গীতার প্রতিপক্ষ হয়ে কোর্টে দাঁড়িয়েছে সেই পোড় খাওয়া উকিল। পরে জানা যায় সেই ব্যক্তি আসলে গীতার দিদির শ্বশুর। এবং কালপ্রিট আদতে গীতার দিদির হবু নন্দাই। এমন অবস্থায় গীতা তার প্রতিজ্ঞা থেকে নড়ে না। কিন্তু বাদ সাধে তার দিদি।
গীতার দিদি যখন জানতে পারে তাদের বাড়ির পরিচারিকা পদ্মর সঙ্গে তার হবু নন্দাই অসভ্যতা করেছে তখন শ্বশুরবাড়ির সম্মান বাঁচাতে নতুন ফন্দি আঁটে সে। ঠিক করে ছেলেটির সঙ্গে পদ্মের বিয়ে দেবে। কিন্তু গীতা জানতে পেরে সেটা আটকায়। সে স্পষ্ট জানিয়ে দেয় অন্যায়ের সঙ্গে সে আপোস করবে না। দোষীকে শাস্তি দেবেই। যে শ্লীলতাহানি করেছে তার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না পদ্মের।
আরও পড়ুন: রণবীরের প্রতিপক্ষ রণবীর! ব্রহ্মাস্ত্র ২-তে দ্বন্দ্ব জমবে কাপুর বনাম সিংয়ের?
একদিকে অন্যায়ের হয়ে লড়াই, অন্যদিকে প্রথম বড় কেস জয়ের হাতছানি, সঙ্গে দিদির ষড়যন্ত্র। সবটা টপকে কী অবশেষে গীতা জিততে পারবে? পৌঁছতে পারবে লক্ষ্যে? উত্তর সময়ই দেবে।
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ শেষ হওয়ার পর তার জায়গায় এসেছে এই নতুন মেগা। স্টার জলসার পর্দায় সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্প্রচারিত হয় গীতা এলএলবি।