৮২ বছরে পা দিলেন মাধবী মুখোপাধ্যায়। ১০ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন। জাতীয় পুরস্কার প্রাপ্ত, সত্যজিৎ রায়ের ‘চারুলতা’র সঙ্গে পরিচালকের যে একটি সম্পর্ক ছিল সে কথা অজানা নয়। কিন্তু এই বিষয়ে বর্ষীয়ান অভিনেত্রী নিজে কী জানিয়েছিলেন ফিরে দেখা যাক এই বিশেষ দিনে।
সত্যজিৎ রায় প্রসঙ্গে মাধবী মুখোপাধ্যায়
কাপুরুষ ছবিটির পর সত্যজিৎ রায়ের সঙ্গে আর কখনই কোনও কাজ করেননি মাধবী মুখোপাধ্যায়। এমনকি রাখেননি কোনও যোগাযোগ। তিনি সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন যে শেষ পর্যন্ত তাঁদের ভালোবাসা অটুট ছিল একে অন্যের প্রতি। এই বিষয়ে খোলসা করে অভিনেত্রী জানিয়েছিলেন, 'আমি সেই মানুষটাকে ভালোবাসতাম। তিনিও যে আমায় ভালোবাসতেন সেই বিষয়ে কোনও সন্দেহ ছিল না। কিন্তু আমাদের কারও একে অন্যের প্রতি কোনও প্রত্যাশা ছিল না কখনই। ওঁকে দখল করার মানসিকতা ছিল না আমার।'
আরও পড়ুন: গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, স্ট্রোক হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন
আরও পড়ুন: আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য শাহরুখের থেকে ২৫ কোটি চাওয়ার অভিযোগ সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে, তদন্তে ইডি
কিন্তু কেন সরে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের থেকে? এই বিষয়ে মাধবী জানান, 'উনি বিবাহিত ছিলেন। আমি একজন মহিলা হয়ে আরেকজন মহিলার ক্ষতি করতে চাইনি। তবে আমি একবার আত্মহত্যা করতে গিয়েছিলাম। একসঙ্গে ৬০টা ঘুমের ওষুধ খেয়েছিলাম। হাসপাতালে চারদিন ছিলাম, তাও অজ্ঞান অবস্থায়।'
কেন আত্মহত্যা করতে যান মাধবী?
এই বিষয়ে তিনি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি যে মানুষটাকে ভালোবাসতাম তাঁর ক্ষতি করতে চাইনি। আমার সঙ্গে তাঁর নাম যোগ করে যখন কালিমালিপ্ত করা হচ্ছিল তখন মনে হয়েছিল নিজেকে শেষ করে দেওয়াই সব থেকে সহজ।'
আরও পড়ুন: প্রেম চর্চার মাঝেই পাহাড়ে স্বপ্নপূরণ সৌমিলির, বরফের মধ্যে কার উদ্দেশ্যে গাইলেন 'তুম কেয়া মিলে'?
সময় পেরিয়েছে, দিন গিয়েছে। তাঁরা দুজনেই টলিউডের দুটি উজ্জ্বলতম নক্ষত্র। আজও সত্যজিতের চারুলতা বলতেই মাধবী মুখোপাধ্যায়কেই বোঝেন সকলে। সত্যজিতের সঙ্গে সেই কাপুরুষ ছবিটির পর তিনি আর কাজ না করলেও নানা সময়ে তাঁকে নানা সিরিয়াল, সিনেমায় দেখা গিয়েছে।
মাধবী মুখোপাধ্যায়ের বর্তমান সময়ের স্বাস্থ্যের আপডেট
কিছুদিন আগে মৃণাল সেনের জন্য উৎসর্গ করা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।