লক্ষ্মী কাকিমা ধারাবাহিকে অপরাজিতা ওরফে লক্ষ্মী কাকিমার ছেলে এবং ছেলের বউয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন স্বর্ণদীপ্ত এবং অর্পিতা। সেখান থেকে শুরু হয় তাঁদের প্রেম। এই এগারো মাসের মধ্যে তাঁদের প্রেম এতটাই গভীর হয় যে গত বছরের শেষ দিকে সেই সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যান তাঁরা। নভেম্বর মাসের শেষ দিকে বিয়ে করেন স্বর্ণদীপ্ত এবং অর্পিতা। এদিন তাঁদের বাড়িতেই ঘরে ঘরে জি বাংলা হাজির হয়েছিল।
স্বর্ণদীপ্ত এবং অর্পিতার বাড়িতে ঘরে ঘরে জি বাংলা
এদিন নবদম্পতি স্বর্ণদীপ্ত এবং অর্পিতার বাড়িতে ঘরে ঘরে জি বাংলার টিম হাজির হয়। আর সঞ্চালিকা হিসেবে ছিলেন তাঁদের অনস্ক্রিন মা এবং শাশুড়ি মা। অর্থাৎ অপরাজিতা আঢ্য।
আরও পড়ুন: বাবলি শেষ হতে না হতেই প্রকাশ্যে রাজের নতুন কাজের খবর! এবার মিঠুনের ছবিতে শুভশ্রী
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও আমিরের নাম ভাঙিয়ে সুবিধে নেন কিরণ! বললেন, 'আমি নির্লজ্জ ভাবেই...'
সেখানে এসেই অপরাজিতা আঢ্য বলেন, 'লক্ষ্মী কাকিমার ওই এগারো মাসেই ওদের প্রণয় এবং তার পরিণতি।' বলেই হেসে ফেলেন অপরাজিতা। সেটা শুনে অর্পিতা বলেন, 'হ্যাঁ, সবটা তোমার হাত ধরেই শুরু।'
এদিন একটি হলুদ রঙের শাড়ি পরে এসেছিলেন সঞ্চালিকা। অন্যদিকে অর্পিতার পরনে ছিল মেরুন রঙের শাড়ি। আর স্বর্ণদীপ্তর পরনে নীল পঞ্জাবি। তাঁরা এদিন আড্ডার ফাঁকে একসঙ্গে জমিয়ে রোম্যান্টিক নাচও করেন।
স্বর্ণ এবং অর্পিতা প্রসঙ্গে
গত বছর তাঁদের বিয়েতে গিয়েছিলেন অপরাজিতা আঢ্য। অনস্ক্রিন ছেলের বিয়েতে দারুণ হইহই করে আনন্দ করেন। অন্যদিকে বিয়ের পর স্বর্ণ এবং অর্পিতা কালিম্পংয়ে বেড়াতে গিয়েছিলেন। তাঁদের বিয়ে থেকে হানিমুন সব কিছুর ছবিই তাঁরা সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
আরও পড়ুন: তৃতীয়বার ছাদনাতলায় গেলেও ফাঁক নেই আয়োজনে! প্রকাশ্যে কাঞ্চন - শ্রীময়ীর রাজকীয় বিয়ের কার্ড
ঘরে ঘরে জি বাংলা প্রসঙ্গে
জি বাংলার এটি অন্যতম রিয়েলিটি শো। এটি প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে সম্প্রচারিত হয়। এটির সঞ্চালনা করেন অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসু। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের জীবন যাপনের কথা উঠে আসে এখানে।