বাংলা নিউজ > বায়োস্কোপ > গোধূলি আলাপের শেষ দিন কেঁদে ভাসালো নোলক! ‘আমরা TRP দিতে পারিনি’, আক্ষেপ কৌশিকের

গোধূলি আলাপের শেষ দিন কেঁদে ভাসালো নোলক! ‘আমরা TRP দিতে পারিনি’, আক্ষেপ কৌশিকের

শেষ হল ‘গোধূলি আলাপ’-এর শ্যুটিং

Godhuli Alap Last Day Shooting: কম টিরআপি-র জেরেই বন্ধ হল ‘গোধূলি আলাপ’? সিরিয়াল শেষ করার কারণ স্পষ্ট করলেন প্রযোজক রাজ চক্রবর্তী।

অসমবয়সী প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছিল ‘গোধূলি আলাপ’। এই সিরিয়ালের সঙ্গে দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছিলেন কৌশিক সেন, নায়িকার ভূমিকায় নবাগতা সোমু সরকার। অরিন্দম-নোলকের রসায়নে মজেছিল দর্শকও। এক বছর তিন মাসের সফর শেষে অবশেষে ইতি পড়ছে এই কাহিনিতে। আগামি ৪ঠা জুন শেষবারের মতো স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে ‘গোধূলি আলাপ’। মঙ্গলবার হয়ে গেল সিরিয়ালের শেষপর্বের শ্যুটিং।

স্টুডিও পাড়ায় সিরিয়ালের শ্যুটিং শেষ হওয়াটা খুব স্বাভাবিক একটা ঘটনা। তবুও শেষবেলায় মন কেমন তো করবেই! ‘গোধূলি আলাপ’-এর শেষদিনের শ্যুটিংয়ে হাজির ছিলেন প্রযোজক রাজ চক্রবর্তী। ‘গোধূলি আলাপ’ শেষ হওয়ায় হতাশ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছে অরিন্দম-নোলকের অনুরাগীরা। যদিও এদিন সিরিয়াল শেষ করার কারণ স্পষ্ট করলেন প্রযোজক রাজ চক্রবর্তী। পাশাপাশি শেষলগ্নে এসে চোখের জল ধরে রাখতে পারলেন না সোমু। সবার প্রিয় নোলকের চোখ দিয়ে এদিন ঝরে পড়ল অশ্রুধারা। সকলে সান্ত্বনা দিয়েও চুপ করাতে পারল না সোমুকে।

প্রযোজক রাজ চক্রবর্তী বলেন, ‘আমি অনেক প্রোজেক্ট করেছি, তবে গোধূলি আলাপ আমার কাছে খুব স্পেশ্যাল। আমি নিয়ম করে দেখতাম। প্রত্যেকের অভিনয় এত সুন্দর, কোনওদিন কোনও সমস্যায় পড়িনি। গোধূলি আলাপ প্রায় দেড় বছর চলছে, এরপর আর টানলে আপনারা আর পছন্দ করতেন না। তাই এটা (গোধূলি আলাপ শেষ করার) আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত। আমরা আবার নতুন কিছু নিয়ে ফিরে আসব’।

কৌশিক সেন জানান, ‘দর্শকরা এই শো-এর স্তম্ভ ছিল। আমরা সেই অর্থ টিআরপি দিতে পারিনি। আমি মনে করি শিল্পী হিসাবে সবার একটা দায়িত্ব থাকে, সেই জায়গাটা দর্শকরা পুষিয়ে দিয়েছেন’। লিড হিরোর কথার রেশ টেনে রাজ মনে করিয়ে দেন, স্লট পরিবর্তন সত্ত্বেও কিন্তু বরাবর স্লট লিডার থেকেছে ‘গোধূলি আলাপ’। এই ধরণের এক্সপেরিমেন্টাল কাজ বাংলা টেলিভিশনে আরও হওয়া উচিত বলে মনে করেন কৌশিক সেন।

‘বহুরূপী’ নোলক এদিন কাঁদতে কাঁদতে ধন্যবাদ জানালেন গোধূলি আলাপ পরিবারের পর্দার সামনে আর পিছনের সকল কলাকুশলীকে। অডিশনে সোমুকে বেছে নেওয়ার জন্য রাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোমু বলেন, ‘আমি যেদিন কৌশিক স্য়ার, সোহাগ ম্যামের নাম শুনেছিলাম, আমার হাত পা কাঁপছিল’। কথা বলতে বলতে গলা ধরে আসে সোমুর। শেষে ‘রাজ স্যার আমাকে' আশ্বস্ত করতের জায়গায় আশ্বস্ত দিতে বলে ফেলেন নোলক, নায়িকার মুখে ভুল বাংলা শুনে কান্নার মাঝেও হো হো করে হেসে উঠে সকলে।

শেষ চারদিন এক ঘন্টার মহাপর্ব সম্প্রচারিত হবে ‘গোধূলি আলাপ’-এর। শেষবেলাতেও চমক থাকছে নোলক-অরিন্দমের গল্পে। 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘ডাক্তারদের… নাটক, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল,’ চার্জশিট পেশ হতেই আসরে কুণাল অনুমতি ছাড়াই চলছে জুনিয়র ডাক্তারদের কর্মসূচি, 'উপযুক্ত পদক্ষেপের' বার্তা CP-র ৫০ বছর পর মহাষ্টমীতে বিরল সংযোগ, ভাগ্য চমকাবে, ৩ রাশির খুলবে কপাল ইরানি কাপে জেনে বুঝে স্লো ওভার রেট! IPL-এ ধোনির দলের অধিনায়ককেই নিশানা রাহানের! ‘সিংঘম এগেন আমার মেয়ের ডেবিউ ছবি…', ঘোষণা রণবীরের, একরত্তির নামও ফাঁস করলেন কলকাতাগামী বিমানে রক্তবমি-শ্বাসকষ্ট শ্রমিকের, বাঁচালেন সহযাত্রী তিন চিকিৎসক! 'কোনও প্রমাণই গণধর্ষণের ইঙ্গিত করেনি'- RG কর মামলার চার্জশিটে কী কী জানাল CBI? গোপনে চুল খেতেন মহিলা, ১৬ বছর পরে পেট থেকে বের হল ২ কেজির বল পুজোর সেরা কে ছাতিম নাকি শিউলি? ধুন্ধুমার যুদ্ধে কাশফুলকে আবহন লাফটারসেনের বরুণের সঙ্গে অনেকক্ষণ কথা গম্ভীরের!৩ উইকেট নিয়ে KKR স্পিনার বললেন ‘পুনর্জন্ম হল’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.