প্রশান্ত ভার্মা রচিত এবং পরিচালিত সুপারহিরো চলচ্চিত্র ‘হনুমান’। তেলুগু এই সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। পৌরাণিক উপাদান সহ একটি সুপারহিরো নিয়ে গল্পের বুনন। রামমন্দির প্রাণপ্রতিষ্ঠার দিনই ছবির সিক্যুয়ালের ঘোষণা করেছেন পরিচালক। নাম দিয়েছেন- ‘জয় হনুমান’।
‘জয় হনুমান’ ঘোষণা
সোমবার প্রশান্ত ভার্মা তাঁর এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, ‘বিশ্বব্যাপী শ্রোতাদের কাছ থেকে হনুমান-এর জন্য অফুরন্ত ভালবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, একটি নতুন যাত্রার দরজায় দাঁড়িয়ে আছি! রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার শুভ দিনে জয় হনুমানের প্রাক-প্রযোজনার কাজ শুরু হয়েছে’। আরও পড়ুন: সুভাষ আজও ঘরে ফেরেননি, কিন্তু নেতাজি বারবার ফিরেছেন সিনেমায়! কী কী ছবি
জয় হনুমানের পোস্টারে লেখা ছিল- ‘রামমন্দির প্রাণপ্রতিষ্ঠায় জয় হনুমান শুরু হয়…’ দ্বিতীয় ছবিতে, প্রশান্তকে ঐতিহ্যবাহী পোশাকে ভগবান হনুমান মন্দিরের সামনে স্ক্রিপ্ট ধরে দাঁড়িয়ে রয়েছেন।
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আবহেই বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে ‘হনুমান’ সিনেমা। মাত্র ১০ দিনেই ১০০ কোটি পার। অযোধ্যার মন্দিরে সিনেমা থেকে লাভের একটা অংশের টাকা দান করেছেন ‘হনুমান’ নির্মাতারা। মিথ্রি মুভি মেকারস, এক্স হ্যান্ডেলে নির্মাতাদের তরফে যে টুইট শেয়ার করা হয়েছে, ‘৫৩,২৮,২১১ জন মানুষকে অসংখ্য ধন্যবাদ, যাঁরা রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আর্থিক অনুদানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ২.৬৬ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। আপনারাও চাইলে ‘হনুমান’ সিনেমাটি দেখে এই মহৎ কাজে যোগ দিতে পারেন। আপনার টিকিটের মূল্যের থেকে ৫ টাকা চলে যাবে অযোধ্যার রামমন্দিরের দানবাক্সে’।
দক্ষিণী ছবি ‘হনুমান’ ছবিটি ২১ জানুয়ারি পর্যন্ত ১১৪ কোটি টাকা আয় করে ফেলেছে। আর সিনেমার ব্যবসার একটা লভ্যাংশ, ২.৬৬ কোটি টাকা অযোধ্যার রামমন্দিরে দান করেছেন নির্মাতারা। এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই সেই খবর জানিয়েছেন নির্মাতারা। পরিচালক প্রকাশ ভার্মা জানান, 'প্রথম দিনের বক্স অফিস কালেকশন থেকে আগেভাগেই ১৪ লক্ষ টাকা দান করা হয়েছে।’
হনুমান ছবিটির পরিচালনা করেছেন প্রশান্ত ভার্মা। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তেজা সজ্জাকে। তাঁর চরিত্রের নাম হনুমান্তু। এছাড়া অন্যান্য ভূমিকায় আছেন অমৃতা আইয়ার, বিনয় রাই, দীপক শেট্টি, প্রমুখ। প্রাইমশো এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত, ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১৫০ কোটি টাকা আয় করেছে। হনুমানের একটি প্রি-রিলিজ ইভেন্টে, প্রবীণ তারকা চিরঞ্জীবী, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। হায়দরাবাদে ‘হনুমান’ ছবির প্রি রিলিজ ইভেন্টে আগেভাগেই নির্মাতাদের এই অভিনব উদ্যোগের কথা জানিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী।