বাংলা নিউজ > বায়োস্কোপ > Happy Birthday Taimur Ali Khan: লন্ডনে সার্কাস দেখা, রাইড করা, জন্মদিনে জমজমাট প্ল্যান তৈমুরের, ফাঁস করলেন সইফ

Happy Birthday Taimur Ali Khan: লন্ডনে সার্কাস দেখা, রাইড করা, জন্মদিনে জমজমাট প্ল্যান তৈমুরের, ফাঁস করলেন সইফ

৬ বছরে পা দিল তৈমুর আলি খান

Happy Birthday Taimur Ali Khan: ৬ বছর পা রাখল সইফ-করিনা পুত্র তৈমুর। এ দিন ছেলের জন্য বিশেষ প্ল্যান করেছেন সইফিনা জুটি। মজা করে, গেম খেলে ছেলের সঙ্গে সময় কাটাবেন তাঁরা।

বলিপাড়ার স্টার কিডদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় তৈমুর আলি খান। সইফ আলি খান এবং করিনা কাপুর খানের বড় ছেলে তৈমুর। ২০ ডিসেম্বর তাঁর জন্মদিন। এ দিন ৬ বছর পা রাখল সইফ-করিনা পুত্র। মুম্বইয়ে স্কুলের খুদে বন্ধুদের সঙ্গে থিম পার্টি করে জন্মদিন করার ইচ্ছে ছিল তৈমুরের। তবে তা হয়ে ওঠেনি।

তৈমুর চেয়েছিল বাবা-মা করিনা-সইফের সঙ্গে লন্ডনে উড়ে যাওয়ার আগে বন্ধুর সঙ্গে থিম পার্টিতে তাঁর জন্মদিন সেলিব্রেট হোক। যদিও ছেলে তৈমুরকে নিয়ে লন্ডনে রয়েছেন সইফ-করিনা। সেখানেই চলবে জন্মদিন সেলিব্রেশন। এরপর ছুটি কাটাতে পছন্দের হলিডে ডেস্টিনেশন সুইজারল্যান্ডে উড়ে যাবেন তাঁরা।

আরও পড়ুন: 'সত্যিই আরামদায়ক', ফিফা বিশ্বকাপ ফাইনালের পোশাক সমালোচনার ফাঁকে অকপট দীপিকা

এ দিন ছেলের জন্য বিশেষ প্ল্যান করেছেন সইফিনা জুটি। মজা করে, গেম খেলে ছেলের সঙ্গে সময় কাটাতে চান। এমনকি তৈমুরের ছোট ভাই জাহাঙ্গিরও দাদার জন্মদিন নিয়ে বেশ উচ্ছ্বসিত।

ছেলের তৈমুরের জন্মদিন সেলিব্রেশনের কী প্ল্যান? এ বিষয় এক সংবাদমাধ্যমকে সইফ জানিয়েছেন, ‘আমরা এখন লন্ডনে আছি। স্ট্রাটফোর্ডের দেশে বেড়াতে যাব। আমরা কিছু পুরানো স্কুল বন্ধুদের সঙ্গে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকব। টিমও আমাদের সঙ্গে একটু ভালো সময় কাটাবে। সার্কাস... একটি শান্ত ডিনার এবং মেলায় গিয়ে রাইড চড়বে। আমরা কম-কী, পারিবারিক ভাবেই ওর জন্মদিন সেলিব্রেশনের প্ল্যান করা।’ লন্ডন ছুটি কাটানো শেষ হলে দুই ছেলেকে নিয়ে সুইজারল্যান্ডে জেস্তাদে উড়ে যাবেন সইফ, করিনা।

 

বন্ধ করুন