প্রায় দশ বছর আগে বড় পর্দায় দর্শক দেখতে পেয়েছিল ‘বরফি’ ম্যাজিক। ২০১২ সালের এই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন রণবীর কাপুর এবং ইলিয়ানা ডিক্রুজ। বরফির সেট থেকে রণবীরের একটি বিটিএস ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ইলিয়ানা। জনপ্রিয় ছবির সেটে প্রয়াত অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের কথা মনোযোগ সহকারে শুনতে দেখা গিয়েছে রণবীরকে।
ইলিয়ানা ডিক্রুজ ‘বরফি’র সেট থেকে একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন! ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি সেটে এই ছবিটা তুলেছিলাম।’ মনযোগ দিয়ে হারাধন বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন রণবীর। ছবি মুক্তির এক বছর পর ২০১৩ সালে প্রবীণ অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্য়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।
বরফি! অভিনয় করেছেন রণবীর, ইলিয়ানা এবং প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি দারুণ হিট হয়েছিল।
২০১২ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায় ‘বরফি’। অনুরাগ বসু পরিচালিত ইউটিভি মোশন পিকচার্সের, রনি স্ক্রুওয়ালা এবং সিদ্ধার্থ রায় কাপুর প্রযোজিত এই ছবি। ১২টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছে। সেরা অভিনেতার জন্য পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর এবং সেরা মহিলা ডেবিউর জন্য ইলিয়ানা ডিক্রুজ।