একটা সময় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম নিয়ে কম চর্চা হয়নি। ভালোবাসায় রাখঢাক পছন্দ নয় স্বস্তিকার। তাই প্রকাশ্যেই হাত ধরেছিলেন শোভেনের। কিন্তু টেকেনি সেই প্রেম। স্বস্তিকার সঙ্গে ছাড়াছাড়ি হতে না হতেই শোভন খুঁজে নিয়েছেন সোহিনীকে। আরও পড়ুন-শোভনের অনামিকায় ‘এনগেজমেন্ট’ রিং! সুইডেনে বাগদান সেরে নিলেন সোহিনীর সাথে?
অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে শোভনের প্রেম এখন টলিপাড়ার ট্রেন্ডিং টপিক। কিন্তু স্বস্তিকা দত্ত, তিনি কেমন আছেন? তাঁর জীবনেও কি উঁকি দিচ্ছে নতুন প্রেম? ওটিটি প্লে-কে অভিনেত্রী জানান, ‘আমি এমন একটা বয়সে আছি, যেখানে আমার হাতে ‘ট্রায়াল অ্যান্ড এরার’এর সময় নেই। দু-বছর নষ্ট করতে পারব না। আপতত কাজে ডুবে আছি। যদি আমি নিজের আদর্শ পুরুষ খুঁজে পাই, তাহলে অবশ্যই প্রেম করব। একটা জিনিস জীবন আমাকে শিখিয়েছে, কোনওকিছুই খুব তাড়াহুড়ো করার করার দরকার নেই।’
সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এত কাটাছেঁড়া, বিরক্ত লাগে না? স্বস্তিকা জানালেন, ‘একদম না। আমি নিজেকে নিয়ে, নিজের জীবন নিয়ে, পরিবার নিজে ব্যস্ত। আমার স্বভাবটাই এমন। অন্যকিছুকে পাত্তা দেওয়ার অবসর কার হাতে আছে?’
সদ্য় প্রেমেন্দু বিকাশ চাকির ‘আলাপ’-এ দেখা মিলেছে স্বস্তিকার। এই ছবিতে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন স্বস্তিকা। অভিনেত্রী বললেন, ‘দারুণ অভিজ্ঞতা। চরিত্রটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। জেন জেডের আবেগতাড়িত রূপ এই চরিত্রে উঠে আসবে। ওদের ভিতরের দ্বন্দ্ব, বিরোধগুলো ধরা পড়বে’। এই ছবিতে স্বাতীলেখার চরিত্রে রয়েছেন স্বস্তিকা।
এর আগে ফাটাফাটি এবং বিয়ে বিভ্রাটে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন স্বস্তিকা। তবে মিমির সঙ্গে এই প্রথম। আবিরে তো বরাবরই মুগ্ধ স্বস্তিকা। জানালেন, আমি ওঁনার সঙ্গে কাজ করে খুব কফোর্টবেল। মিমিদি পুরো সারপ্রাইজ প্যাকেজ। উনি বিরাট বড় তারকা, আমার একটু কিন্তু বোধ হচ্ছিল, ভাবছিলাম সেটে মিমিদি কেমন আচরণ করবেন। উনি কি মেজাজ দেখাবেন? তবে আমাকে অবাক করে দেন মিমি। সকলকে মিমিদি আলাদা স্পেস দেয়, যা প্রশংসনীয়।'