দীর্ঘ বহু বছর ধরে যা ঘটেনি, গদর-২র সাফল্য সেটাই করে দেখিয়েছে। কাছাকাছি এনেছে ধর্মেন্দ্রর দুই পরিবারকে। সম্প্রতি সৎ দাদা সানির গদর-২ দেখার জন্য বিশেষ স্ক্রিনিং-এর আয়োজন করেছিলেন এষা দেওল। যেখানে সৎ ৪ ভাইবোন এষা, অহনা, সানি, ববি দেওলকে একসঙ্গেই দেখা যায়। আবার দূরত্ব ভুলে সৎ ছেলে সানির গদর-২ দেখতে গিয়েছিলেন হেমা মালিনী। এবার সৎ ছেলে সানি ও ববির সঙ্গে সম্পর্ক, সানি দেওল পুত্র করণ দেওলের বিয়েতে তাঁদের না যাওয়া নিয়েও মুখ খুলেছেন হেমা মালিনী।
হেমা মালিনী এক সাক্ষাৎকারে বলেন, 'আমি খুব খুশি, আর আমি এটাকে নতুন কিছু মনে করি না, কারণ এটাই স্বাভাবিক। প্রায়ই ওরা (সানি, ববি) বাড়িতে আসে তবে আমরা এসব কোথাও প্রকাশ করি না বা ছবি তুলে Instagram-এ পোস্ট করি না। আমরা তেমন মানসিকতার নই। আমরা সবাই একসঙ্গেই থাকি, চিরকালই। যে কোন সমস্যায় আমরা একে অপরের পাশে থাকি। সুতরাং, প্রেস এটি পেয়েছে এবং এটি চমৎকার, তারা এতে খুশি এবং আমিও খুশি। সংবাদমাধ্যম এটা জানতে পেরেছে সেটা ভালো এতে ওরাও খুশি, আমিও খুশি।
আরও পড়ুন-‘জাতীয় পুরস্কার পেলেও বাংলায় কিন্তু এই ছবি বঞ্চনার শিকার’, ক্ষোভ তন্নিষ্ঠার
আরও পড়ুন-ইতিহাস তৈরির পথে Gadar 2, এই প্রথম লোকসভার নতুন সংসদভবনে দেখানো হবে সানির ছবি
গদর২-র সাফল্য় প্রসঙ্গে হেমা মালিনী বলেন, ‘গদর ২ এতটা সফল্য পেয়েছে, কারণ অনেক মানুষ সানিকে ভালোবাসেন। আমিও ওকে (সানিকে) বলেছিলাম, যে তোমাকে সেরাটা দিতে হবেই। ও হেসে বলেছিল, হ্যাঁ, আমি চেষ্টা করব। সানি খুবই মিষ্টি স্বভাবের। সানি এটা করে দেখিয়েছে, তাতে আমি রোমাঞ্চিত।’
তবে সানির ছেলে করণের বিয়েতে তিনি এবং তাঁর মেয়েদের না যাওয়ার প্রসঙ্গে হেমা মালিনী বলেন, ‘করণের বিয়েতে না যাওয়ার জন্য কিছু কারণ অবশ্যই ছিল। তবে সানি এবং ববি কিন্তু শুরু থেকে রাখি পূর্ণিমায় আমাদের বাড়িতে আসেন, এবারও আসবেন।’
প্রসঙ্গত, বেশকিছুদিন আগে সানি দেওলের ছেলের বিয়েতে হেমা মালিনী, এষা ও অহনা দেওল না যেতে পারলেও এষা সৎ ভাইপো করণ এবং নববধূ দিশাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন। তবে হেমা এবং তাঁর দুই মেয়ের করণের বিয়ে না যাওয়া নিয়ে মুখ খুলেছিলেন ধর্মেন্দ্র। তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে লিখেছিলেন, তিনিই হেমা এবং তাঁর মেয়েদের আলাদা করে আমন্ত্রণ জানাননি। বয়সের দোষেই এই ভুল করেছেন বলে জানিয়েছিলেন ধর্মেন্দ্র।