বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik Roshan: তুমি কত সুন্দর! হৃতিকের হ্যান্ডসাম লুক দেখে প্রেমের জোয়ারে ভাসছে নেটপাড়া

Hrithik Roshan: তুমি কত সুন্দর! হৃতিকের হ্যান্ডসাম লুক দেখে প্রেমের জোয়ারে ভাসছে নেটপাড়া

হৃতিক রোশন

Hrithik Roshan: সাধে কী আর তাঁকে 'গ্রিড গড' বলা হয়! কে বলবে হৃতিকের বয়স ৪৮? দিন দিন আরও সুদর্শন হচ্ছেন নায়ক।

বয়স শুধুই একটা সংখ্যা তা হৃতিক রোশনকে দেখলেই বোঝা যায়। কে বলবে পঞ্চাশ ছুঁইছুঁই ‘বলিউডের গ্রিক গড’? আজও লাখো তরুণীর হৃদয়ের ধুকপুকানি এক ঝটকায় বাড়িয়ে দেন হৃতিক। তাঁর সুদর্শন চেহারায় মজেননি, এমন নারী তো দূরবীন দিয়ে খুঁজলেও মিলবে না! বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক যখনই ক্যামেরায় ধরা দেন, তখনই ঢেউ উঠে ভক্তদের মনে। ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে সদ্য জেদ্দায় হাজির হয়েছিলেন ‘ওয়ার’ তারকা। রেড কার্পেটে খুব সিম্পল কিন্তু মায়াবী অবতারে দেখা গিয়েছে নায়ককে।

হৃতিকের পরনে ধূসর স্যুট, সঙ্গে সাদা টি-শার্ট। আর তাতেই বাজিমাত করলেন নায়ক। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে মুহূর্তেই তা ভাইরাল। ‘হটি’ হৃতিকের ছবি মন্তব্যের বন্যা। ছবিতে লাইক-এর সংখ্যা প্রায় ১৮ লক্ষ!

নায়কের চেহারায় বয়স যে থাবা বসা পারেনি তা হৃতিকের ছবি দেখলেই স্পষ্ট বোঝা যায়। ৪৮ বছরেও হৃত্বিকের ফিটনেস এবং পেশীসুলভ চেহারা দেখে মুগ্ধ হননি এমন নারী-পুরুষ বিরল।

রেড কার্পেটে হাঁটার আগে বেশকিছু ছবি ফ্রেমবন্দি করে ইনস্টায় শেয়ার করেছেন হৃতিক। অভিনেতার ‘কোই মিল গায়া’ নায়িকা প্রীতি জিন্টা ছবির কমেন্ট বক্সে লেখেন, ‘হটি’। মা পিঙ্কি রোশন লেখেন, ‘তোমায় নিয়ে গর্বিত, দুর্দান্ত লাগছে’। এক নেটিজেন লেখেন, ‘এতদিন জানতাম সময়ের সঙ্গে মানুষের বয়স বাড়ে, তোমার ক্ষেত্রে দেখছি উলটো!’

প্রসঙ্গত বক্স অফিসে হৃতিকের শেষ রিলিজ ছিল ‘বিক্রম বেদা’। শীঘ্রই দীপিকার সঙ্গে ‘ফাইটার’ ছবিতেও দেখা যাবে হৃতিককে। তবে আজকাল পেশাগত জীবনের বদলে হৃতিকের লাভ লাইফ রয়েছে চর্চায়। সুজান খানের সঙ্গে দাম্পত্যে ইতি টানবার পর ফের প্রেম খুঁজে পেয়েছেন হৃতিক। ১৭ বছরের ছোট সাবা আজাদের সঙ্গে হৃতিকের মাখামাখো প্রেম এখন সংবাদ শিরোনামে।

বন্ধ করুন