বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik Roshan on Kantara: ‘কান্তারা’ দেখে অবাক হৃতিক, বললেন, শেষটি দেখে গায়ে কাঁটা দিয়েছে! কেন জানেন

Hrithik Roshan on Kantara: ‘কান্তারা’ দেখে অবাক হৃতিক, বললেন, শেষটি দেখে গায়ে কাঁটা দিয়েছে! কেন জানেন

‘কান্তারা’য় মুগ্ধ হৃতিক

Hrithik Roshan on Kantara: কান্তারা ছবি দেখে এবার মতামত জানালেন হৃতিক রোশন। ঋষভ শেঠির এই ছবি কেমন লাগল তাঁর? কী জানালেন হৃতিক? দেখুন।

কান্তারা ছবিটি মুক্তি পেয়েছে মাসখানেকের বেশি সময় পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই ছবি একাধিক খেতাব পেয়েছে। ভেঙেছে একাধিক রেকর্ড, গড়েছে নিজের রেকর্ড। বলিউডের বহু অভিনেতাই এই কন্নড় ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ঋষভ শেঠির অভিনয় এবং ছবির গল্পে তাঁরা মুগ্ধ হয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন হৃতিক রোশন। সম্প্রতি তিনি এই ছবি দেখে তাঁর মতামত জানিয়েছেন। কেমন লাগল তাঁর এই ছবি?

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন হৃতিক, তিনি সেখানে এই ছবির প্রসংশা করেন, একই সঙ্গে তিনি এই ছবির অভিনেতা তথা পরিচালক ঋষভ শেঠিরও ভূয়সী প্রশংসা করেন। তিনি টুইট করে যে মতামত জানিয়েছেন সেখানে অনেকেই তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন।

ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে এই ছবিটি। তারপরই সেটা দেখে টুইট করে রবিবার রাতে হৃতিক তাঁর মতামত জানান। তিনি লেখেন, ' কান্তারা দেখে অনেক কিছু শিখলাম। ঋষভ শেঠির অভিনয় এবং তাঁর গল্প বলার ধরন ছবিটিকে আলাদা মাত্রায় নিয়ে গিয়েছে। দুর্দান্ত গল্প বলার ধরন, অভিনয় এবং পরিচালনা।'

কান্তারা ছবিটিতে মুখ্য ভূমিকায় ঋষভ শেঠি অভিনয় করেছেন সপ্তমী গৌড়া এবং কিশোর হিসেবে। তিনিই এই ছবির পরিচালনা করেছেন এবং গল্প লিখেছেন। এই ছবিতে কর্ণাটকের সমুদ্রের পাড়ের গল্প এবং সেখানকার স্থানীয় মানুষের বিশ্বাস এবং জমি রাজনীতির কথা উঠে এসেছে। সমালোচকদের থেকে দারুন প্রসংশা পেয়েছে এই ছবি। শুধু তাই নয়। বক্স অফিসেও রীতিমত সাড়া ফেলে দিয়েছে এই ছবি।

হৃতিক এই ছবির শেষ দৃশ্যের ভীষণই প্রশংসা করেছেন। তিনি লেখেন, 'এই ছবির শেষ দৃশ্য গায়ে কাঁটা দেওয়ার মতো। গোটা টিমের জন্য আমার শ্রদ্ধা রইল।' এক ভক্ত তাঁর এই টুইটে মন্তব্য করেন, তিনি লেখেন, 'আপনি সবসময় ভালো কাজের প্রশংসা করেছেন সেটা যে ইন্ডাস্ট্রির হোক না কেন। আশা করি আগামীদিনে আপনাকে এঁদের সঙ্গেও কাজ করতে দেখব।' আরেক ব্যক্তি লেখেন, ' বলিউড আপনার ব্যবহার করতে পারল না। আপনি ওখানকার জন্য নন। আপনি টলিউডে আসুন, আর তারপর দেখুন এখানকার পরিচালকরা আপনাকে দিয়ে কেমন দারুন সব ছবি বানান।'

কান্তারা ছবিটি মূলত কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল। কিন্তু একি সঙ্গে এই ছবিটি একাধিক ভারতীয় ভাষায় ডাব করে প্রকাশ করা হয়। এই ভাষাগুলো হল হিন্দি, মালায়লাম, তেলেগু, তামিল। বিশ্ব জুড়ে এই ছবিটি ইতিমধ্যে ৪০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে।

তবে হৃতিক একা নন, প্রভাস থেকে রজনীকান্ত, কঙ্গনা রানাওয়াত, বরুণ ধাওয়ান, প্রমুখ এই ছবির ব্যাপক প্রসংশা করেছেন। তবে কান্তারা ছবিটির সিক্যুয়েল আসবে কিনা আগামী দিনে সেই বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি।

বন্ধ করুন