বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘এখনও এগিয়ে যেতে প্রস্তুত নই’, ইরফানের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ পুত্র বাবিল

‘এখনও এগিয়ে যেতে প্রস্তুত নই’, ইরফানের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ পুত্র বাবিল

ইরফানের সঙ্গে ছেলে বাবিল

ইরফান পুত্র বাবিল এ দিন সোশ্যাল মিডিয়ায় বাবাকে খোলা চিঠি লিখেছেন।

২০২০ সালের ২৯ এপ্রিল চির ঘুমের দেশে চলে যান অভিনেতা ইরফান খান। মুম্বইয়ের ধীরুভাই কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় দু-বছর নিউরোএন্ডোক্রাইন টিউমার, ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। আজ অভিনেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ইরফান পুত্র বাবিল এ দিন সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখে তাঁর বাবার কথা স্মরণ করেন।

বাবার নানা স্মৃতি আজও তাড়িয়ে তাড়িয়ে বেড়ায় ছেলে বাবিলকে। ইনস্টাগ্রামে ইরফানের সঙ্গে একটি ছবি শেয়ার করে বাবিল দীর্ঘ নোটে লিখেছেন, ‘প্রিয় বাবা, আমি মনে করার চেষ্টা করছি তুমি যে পারফিউমটা মেখেছিলে যখন আমরা উত্তরে ভ্রমণ করেছিলাম নরওয়েতে আলোর নাচ দেখার জন্য। মনে পড়ছে সেই কথা। আমার এখনও মনে আছে তোমার গায়ের গন্ধ, কিন্তু আমি এর বস্তুবাদ মনে করতে পারি না। অনুভব করতে পারি যখন আমার ভাগ্য বলার জন্য হাতের তালু ধরেছিলে। কিন্তু আমার নাকে মজার ছলে চিমটি কেটেছিলে, তা ভুলে যেতে ভয় পাই। আমি মিনতি করছি ইশ্বরের কাছে, এসব যেন আমি ভুলে না যাই। কারণ মন হারাতে প্রস্তুত নই আমি। আমি এগিয়ে যেতে প্রস্তুত নই, এবং আমি এই ধারণার সঙ্গেই ঠিক আছি। আমরা কখনই যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিলাম না।’

বাবিল আরও যোগ করেন, ‘তুমি এবং আমি মহাজাগতিক, একরকমই। সবই আছে, তবুও যেন এতটু ফাঁকা; তুমি আমার নিখুঁত অশ্রুবিন্দু। তুমি এখনও নিঃশ্বাস ফেলো আমার ভাবনায়। আজও আমার পাগলামিতে রয়েছ তুমি। আমার সমস্ত যুদ্ধে, নীরবতায় তোমায় খুঁজি। আমি তো তোমারই সৃষ্টি, বাবিল।’

১৯৯৫ সালে সুতপা সিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইরফান খান। ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়াশোনার সময় পরিচয় হয়েছিল দুজনের। এই দম্পতির দুই ছেলে- বাবিল এবং আয়ান। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অসাধারণ কাজের জন্য একটি নাম অর্জন করার পাশাপাশি, ইরফান অস্কার-জয়ী চলচ্চিত্রগুলিতেও কাজ করেছিলেন, যেমন, ‘লাইফ অফ পাই’, ‘দ্য আমেজিং স্পাইডার-ম্যান’, ‘ইনফার্নো’ ইত্যাদি।

পরিচালক সুজিত সরকারের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন ইরফান পুত্র বাবিল খান। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ছবি ‘কোয়ালা’তে অভিনেতা হিসেবে ডেবিউ করছেন বাবিল। কেরিয়ারের দ্বিতীয় ছবিতে পরিচালক হিসেবে সুজিত সরকার, নিঃসন্দেহে বাবিলের কেরিয়ারে অন্য মাত্রা যোগ করবে। ছবির প্রযোজনায় রনি লাহিড়ি। ছবিতে আরও অভিনয় করবেন তৃপ্তি ডিমরি। ‘রেলওয়ে মেন’ ওয়েব সিরিজেও দেখা যাবে বাবিলকে।

বায়োস্কোপ খবর

Latest News

শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে? বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর দিন গোনা শুরু, প্রিয়জনকে পাঠান শুভেচ্ছাবার্তা ৭১ শতাংশ কর্মচারী চিকিৎসার জন্য নিজের পকেট থেকে খরচ করে, চমক রিপোর্টে 'অভিজিতের পরিবারের পাশে আছি'- দাবি কলকাতা পুলিশের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.