বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ভেবেছিলাম ৩ মাসও টিকব না', ইন্ডাস্ট্রিতে ৭ বছর, ‘খোকাবাবু’র তরীকে নিয়ে আবেগে ভাসলেন তৃণা

‘ভেবেছিলাম ৩ মাসও টিকব না', ইন্ডাস্ট্রিতে ৭ বছর, ‘খোকাবাবু’র তরীকে নিয়ে আবেগে ভাসলেন তৃণা

তৃণার সফর শুরুর দিন

Trina Saha-Kokhababu: ‘জানি না আমার ভাগ্যে কী লেখা আছে… আশা করি কাজের অভাব হবে না’, তরীর সপ্তম জন্মদিনে মন কেমনের কথা লিখলেন তৃণা। 

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকা তৃণা সাহা (Trina Saha)। সোশ্যাল মিডিয়াতেও তাঁর পপ্য়ুলারিটি দেখে লজ্জা পাবেন টলিউডের প্রথম সারির নায়িকারা। তৃণার শেষ টেলিভিশন শো ‘বালিঝড়’ এক্কেবারে ধরাশায়ী হয়েছে। দুর্দান্ত স্টারকাস্ট সত্ত্বেও মাত্র দু-মাসেই বন্ধ হয়েছে এই মেগা। কিন্তু থেমে নেই তৃণা। কখনও তিনি ফ্যাশন ব়্যাম্প মাতাচ্ছেন আবার কখনও আইপিএলের স্টুডিও। সঙ্গে পরিবার আর বন্ধুদের সঙ্গে এনজয় করছেন ‘মি-টাইম’।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ‘জিয়া-নস্টাল’ তৃণার। ৯ মে দিনটা নীল ঘরণীর জীবনে ভীষণ খাস। আজ থেকে ঠিক ৭ বছর আগে শুরু হয়েছিল তাঁর অভিনয় কেরিয়ার। আজকের দিনেই প্রথমবার টিভির পর্দায় নিজেকে দেখেছিলেন তৃণা। স্টার জলসার ‘খোকাবাবু’ ধারাবাহিকের সঙ্গে তৃণাকে চিনেছিল বাংলা। তরী হিসাবে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেত্রী। সিরিয়ালে তাঁর বিপরীতে দেখা মিলেছিল ‘খোকাবাবু’ প্রতীক সেনের। ব্লুজ প্রোডাকশনের এই সিরিয়াল টিআরপি তালিকায় হইচই ফেলে দিয়েছিল। বড়লোক বাবার একরোখা মেয়ে তরীর ভূমিকায় সাড়া ফেলেছিলেন তৃণা। বাল ব্রহ্মচারী খোকাবাবুর সঙ্গে তরীর টক্কর, ঝগড়া সেখান থেকে বিয়ে আর তারপর প্রেম। এইভাবেই এগিয়েছিল সিরিয়ালের গল্প।

এদিন ইনস্টাগ্রামের দেওয়ালে তরীকে সপ্তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তৃণা লেখেন, ‘৭ বছর আগে আজকের দিনে প্রথমবার নিজেকে টেলিভিশনে দেখেছিলাম….অনেকের মতোই আমিও ভেবেছিলাম হয়ত ৩ মাসও টিকতে পারব না। ঘন্টার পর ঘন্টা শ্যুটিং, সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ অনেক সময়ই মানসিকভাবে এবং শারীরিকভাবে তোমাকে ভেঙে দিত। কিন্তু দেখতে দেখতে চারটে মেগা সিরিয়াল, তিনটে ছবি এবং তিনটে ওয়েব সিরিজ-সহ বেশ কয়েক আঞ্চলিক-জাতীয় স্তরের বিজ্ঞাপনে কাজ করেছি। সাফল্য-ব্যর্থতা, বিরাট সাফল্য, সমালোচনা, পুরস্কার-- কত কিছুই না ঝুলিতে এসেছে। উপলব্ধি করেছি সব পরিশ্রম সার্থক। সকলকে ধন্যবাদ যাঁরা আমার এই সফরে পাশে থেকেছেন, সাহায্য করেছেন, সমর্থন করেছেন, ভালোবেসেছেন….আপনাদের ছাড়া তৃণা অসম্পূর্ণ’।

এরপর তৃণার সংযোজন, ‘জানি না আমার ভাগ্যে কী লেখা আছে এরপর… কিন্তু তোমাদের ভালোবাসা আর সমর্থন সঙ্গে থাকলে আশা করি কাজের অভাব হবে না… মন থেকে সকলকে অনেক ভালোবাসা। আমাকে আপন করে নেওয়ার জন্য ধন্যবাদ’। 

তৃণার ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী। পোস্টের কমেন্ট বক্সে একজন লেখেন, ‘উফ সেই দিনগুলো….তরী আজও সেরা!’ অপর একজন লেখেন, ‘তোমাকে নিয়ে আমরা গর্বিত, অনেকটা পথ পার করেছো। আরও অনেক দূর যাবে, তোমার কামব্যাকের অপেক্ষা’।

.

বন্ধ করুন