বাংলা নিউজ > বায়োস্কোপ > ছেলেকে লঞ্চ করে দেউলিয়া হয়েছেন! প্রযোজনায় ভয় সানির, অভিনয়েই মন দিচ্ছেন গদর ২ তারকা

ছেলেকে লঞ্চ করে দেউলিয়া হয়েছেন! প্রযোজনায় ভয় সানির, অভিনয়েই মন দিচ্ছেন গদর ২ তারকা

সানি দেওল ও পুত্র করণ দেওল

২০১৯ সালে মুক্তি পায় সানি-পুত্র করণের ‘পল পল দিল কে পাস’। এই ছবির পরিচালক ও প্রযোজক ছিলেন খোদ সানি দেওল। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি।

এই মুহূর্তো গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে সানি দেওল। বুড়ো হাড়ে যে ভেলকি দেখিয়েছেন ধর্মেন্দ্র-পুত্র, তা হজম হচ্ছে না অনেকের। বক্স অফিসে একের পর এক রেকর্ড গুঁড়িয়ে ৫০০ কোটির ক্লাবের দিকে এগোচ্ছে গদর ২। গত ১১ই অগস্ট মুক্তি পেয়েছিল এই ছবি। মুক্তির ১৭ দিন পর দেশের বক্স অফিসে আয়ের নিরিখে তিন নম্বর হিন্দি ছবি এটি। আগে রয়েছে কেবল ‘পাঠান’ ও ‘বাহুবলী ২’ (হিন্দি ভার্সন)। এতদিন সানির একটিও ছবি ১০০ কোটির মুখ দেখেনি, সেই জায়গায় এক লাফে ৫০০ কোটির দোরগোড়ায়, স্বভাবতই স্বপ্নের জগতে বাস করছেন সানি দেওল। 

চার দশক দীর্ঘ ফিল্মি কেরিয়ারে অভিনয়ের পাশাপাশি প্রযোজক, পরিচালকের ভূমিকাতেও দেখা মিলেছে সানির। কিন্তু সাফল্য আসেনি সেভাবে। সানির কথায়, প্রযোজনা করতে গেলেই দেউলিয়া হয়ে যান তিনি।  তাই এবার আর রিস্ক নিত চান না অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানান, ‘দুনিয়াটা এখন খুব গোলমেলে। বহুবছর আগে আমি বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারতাম। ডিস্ট্রিবিউশন হত স্বাভাবিক নিয়মে, লোকজনের সঙ্গে কথাবার্তা হত, যোগাযোগ ছিল। কিন্তু এখন সবটাই কর্পোরেট কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে। একার পক্ষে তাদের সঙ্গে লড়াই করাটা বড্ড কঠিন। পিআর (নিজের প্রচার) করাটা শিখতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। এখন কেউ পছন্দমতো হল বা শো-এর সংখ্যা দিতে চায় না। আমার বেশ কঠিন সময় কেটেছে অতীতে। হয়ত তুমি কিছু বিশেষ ছবি তৈরি করতে চাও, কিন্তু তোমার সামর্থ্য নেই।’ 

এরপর সানি যোগ করেন আপতত অভিনেতা হিসাবেই সন্তুষ্ট ছিল। গদর ২ তারকার কথায়, ‘আমি প্রযোজক, পরিচালকের ভূমিকা পালন করেছি, কিন্তু একাধিক দায়িত্ব পালন করতে গিয়ে পরিস্থিতি জটিল হয়েছে। একটা মানুষ একটা কাজই করতে পারে। তাই আপতত সব ভুলে শুধু অভিনয়ে মন দিতে চাই, অভিনেতা হিসাবে যতগুলো সম্ভব ছবি করতে চাই’। 

১৯৮৩ সালে ‘বেতাব’ ছবির মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু সানির। এই ছবির সঙ্গেই ‘বিজেতা ফিল্মস’ প্রযোজনা সংস্থা স্থাপন করেছিলেন ধর্মেন্দ্র। ১৯৯০ সালে সানির ‘ঘায়েল’ ছবিও প্রযোজনা করে ‘বিজেতা ফিল্মস’। ধর্মেন্দ্র ও প্রকাশ কৌরের মেয়ের নামে তৈরি এই সংস্থা। ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওলের ডেবিউ ছবি ‘বরসাত’ও প্রযোজনা করেছিল এই সংস্থা। 

১৯৯৯ সালে উত্তরাধিকার সূত্রে এই প্রযোজনা সংস্থার দায়িত্ব নিজের কাঁধে নেন সানি। পরিচালক সানির প্রথম ছবি ‘দিললগি’-র প্রযোজকও ছিল ‘বিজেতা ফিল্মস’। এরপর একে একে ‘ইন্ডিয়ান’, ‘২৩শে মার্চঃ শহীদ’, ‘সোচা না থা’ (তুতো ভাই অভয়ের ডেবিউ ছবি), ‘আপনে’, ‘ঘায়েল-ওয়ান্স এগেন’-এর মতো ছবি তৈরি করেছে সানির প্রোডাকশন কোম্পানি। এই প্রযোজনা সংস্থার হাত ধরেই অভিনয় কেরিয়ার শুরু করেন সানির বড় ছেলে করণ দেওল। ছবির নাম পল পল দিল কে পাস। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সেই ধাক্কা সামলে উঠতে না পেরেই কি ব্যাঙ্কের কাছে ৫৬ কোটির ঋণ নেন সানি?  সানি ভিলা মর্টগেজ রাখেন অভিনেতা? তা অবশ্য জানাননি পর্দার তারা সিং। 

 

বায়োস্কোপ খবর

Latest News

৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের সেমিনার রুমই ছিল ‘ক্রাইম সিন’! আরজি কর কাণ্ডে ছবি ও যুক্তি দিয়ে বোঝালেন বিচারক ‘বিরাটই আমার দেখা সেরা, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার’! ইডেনে এসে বললেন সৌরভ কনের অবতারে ইয়ামি! ফুলশয্যায় বরের সামনে চালালেন গুলি, শুরু ‘ধুম ধাম’ ইতি পড়েনি আরজি কর মামলায়, নিম্ন আদালতে চলবে শুনানি বার্তাবাহক জয়শঙ্কর! শপথের দিনে ট্রাম্পের জন্য গেল মোদীর চিঠি নিজের বা সমর্থকদের জন্য নয়, এই বিশেষ কারণে ওয়াংখেড়েতে শেষ ম্যাচ খেলেন সচিন তিন মিনিটের রিল পোস্ট করা যাবে এখন থেকে! ইনস্টাগ্রামে দারুণ নিয়ম Unknown Facts: সূর্যাস্তের পর কেন ফুল ও পাতা ছেঁড়া উচিত নয়? শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের…

IPL 2025 News in Bangla

শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.