গাড়ি থেমে নামলেন ভূমি পেদনেকর। ছুটে গেল ছবি শিকারির দল। ওমা পাশ দিয়ে আবার কে হেঁটে যাচ্ছে? এটাও তো ভূমি? দুই ভূমিকে ঘিরে মহা কনফিউশনে পাপারাৎজিরা। সাদা শার্ট পরে ছবির বাঁ দিকে যে সুন্দরী রয়েছেন, তিনি ভূমি পেদনেকর নন! খানিক অবাক হলেও এটাই সত্যি।
সম্প্রতি মুম্বই এয়ারপোর্টে একসঙ্গে পৌঁছেছিলেন ভূমি আর সমীক্ষা। সমীক্ষা পেদনেকর, ভূমির ছোট বোন। আর তাঁকে ঘিরেই যাবতীয় হইচই। সমীক্ষাকে দেখলে যে কেউ ভূমির যমজ বোন বলবে। যদিও আদপে দুজনে যমজ নন। তবে মুখের আদলে এতটাই মিল যে অনেকেই তাঁদের যমজ বলে ভুল করে থাকেন। সম্প্রতি জনপ্রিয় পাপারাৎজি ভাইরাল ভায়ানির ইনস্টা অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিয়ো দেখে সেই হাল নেটিজেনদের।
ভূমি স্বয়ং সেই পোস্টের কমেন্ট বক্সে হাসি মাখা কান্নার ইমোজি যোগ করে মজা লুটলেন। এই ভিডিয়োর কমেন্ট বক্সে উপচে পড়ছে ফ্যানেদের মন্তব্য। সবার মনে সেই একই কথা! কেউ লিখছেন, ‘আমি তো এই ভিডিয়োয় একসঙ্গে দুটো ভূমিকে দেখতে পাচ্ছি’। অপরজন লেখেন- ‘এরা যমজ নাকি?’ অন্য এক নেটিজেন লেখেন- ‘দিদি-বোনকে পুরো একইরকম দেখতে’।
পেদনেকর বোনেদের রূপের ছটায় মুগ্ধ নেটপাড়া। এ বলে আমাকে দেখ, তো বলে আমাকে দেখ! এয়ারপোর্টে ভূমিকে পাওয়া গেল কালো রঙা ক্রপ টপ আর বয়ফ্রেন্ড জিনস, অন্যদিকে সমীক্ষার পরনে ছিল সাদা রঙা সেমি ফরম্যাল শার্ট আর ঢলা প্যান্ট।
এই ভিডিয়ো দেখে আসল ভূমিকে চিনতে অনেকেই মাথার চুল ছিঁড়ছেন, কিন্তু জানেন কি সমীক্ষা মোটেই ভূমির যমজ বোন নয়। বয়সে ভূমির চেয়ে তিন বছরের ছোট সমীক্ষা। পেশায় আইনজীবী সে। আইনজীবী হওয়ার পাশাপাশি ফ্যাশনের মামলাতেও কম যান না এই সুন্দরী। সোশ্যাল মিডিয়া ইনলফ্লুয়েন্সার ভূমির বোন। ইনস্টাগ্রামে প্রায় আড়াই লক্ষ মানুষ ফলো করেন সমীক্ষাকে।
মাঝেমধ্যেই বোনের সঙ্গে মিষ্টি সব মুহূর্তের ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভূমি। একসঙ্গে ছবি দিলেই কোনটি সমীক্ষা আর কোনটি ভূমি তা খুঁজে বার করতে আপনাকে বেগ পেতে হবেই।
দিদির পাশে দাঁড়ালে অনেকেই তাঁকে ভূমি বলে ভুল করেন। সেই নিয়ে অবশ্য আক্ষেপ নেই সমীক্ষার। দুই বোন একসঙ্গে প্রায়ই সময় কাটান। একসঙ্গে মুভি ডেট থেকে ঘুরতে যাওয়া- সবই চলে সমানতালে।
ভূমিকে শেষ দেখা গিয়েছে করণ বোলানির ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এ। এই ছবিতে যৌনতার গন্ধ থাকায় কম ট্রোলের মুখে পড়েননি ভূমি। তবে ছকভাঙা চরিত্রে অভিনয় করত ওস্তদ নায়িকা। এছাড়াও গত ৩রা নভেম্বর মুক্তি পেয়েছিল ভূমি-অর্জুন অভিনীত ‘দ্য লেডি কিলার’। যদিও সেই ছবির দায় ঝেরে ফেলেন নায়ক-নায়িকা।