বাংলা নিউজ > বায়োস্কোপ > Iman Chakraborty-Shovan Ganguly: রবি গানই কাছে আনল, বিচ্ছেদের পর ফের এক মঞ্চে ইমন-শোভন

Iman Chakraborty-Shovan Ganguly: রবি গানই কাছে আনল, বিচ্ছেদের পর ফের এক মঞ্চে ইমন-শোভন

বিচ্ছেদের পর ফের এক মঞ্চে ইমন-শোভন

Iman Chakraborty-Shovan Ganguly: বিচ্ছেদের পর বেশ কয়েক বছর কেটে গিয়েছে। বহুদিন পর আবার তাঁদের এক সঙ্গে, এক মঞ্চে দেখা গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে এক সঙ্গে গান গাইলেন ইমন চক্রবর্তী এবং শোভন গঙ্গোপাধ্যায়।

এবার ৮ অগস্ট পড়েছিল ২২ শ্রাবণ, বাঙালির প্রাণের ঠাকুর রবি ঠাকুরের প্রয়াণবার্ষিকী ছিল এদিন। আর সেই উপলক্ষ্যে ইমন চক্রবর্তী, যিশু সেনগুপ্তর ব্যান্ড যিশু অ্যান্ড দ্য রেট্রোডিক্সন, সোহিনী সরকার, সৌরভ দাস সহ আরও একাধিক শিল্পী মিলে আজ ও আগামী নামক একটি অনুষ্ঠানের আয়োজন করেন।

এই অনুষ্ঠানের মঞ্চে আরও একবার একসঙ্গে গান গাইলেন ইমন চক্রবর্তী এবং শোভন গঙ্গোপাধ্যায়। তাঁদের বিচ্ছেদের পর তাঁরা আবারও একত্রে গলা মেলালেন রবি গানে। গানই তাঁদের আবারও এক মঞ্চে পাশাপাশি দাঁড় করাল। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষ্যে দুজনকে এদিন একত্রে 'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে' গানটি গাইতে দেখা যায়।

শোভন গঙ্গোপাধ্যায় যিশু অ্যান্ড দ্য রেট্রোডিক্সনের সদস্য। ফলে একদিকে যখন শোভন মঞ্চে গান গাইছেন তখন নেপথ্যে রইলেন এই ব্যান্ডের বাকিরা, অর্থাৎ যিশু সহ অন্যান্য শিল্পীরা। মধুসূদন মঞ্চে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বুধবার।

দুই পছন্দের শিল্পীকে এভাবে এতদিন পর একই মঞ্চে দেখে ভীষণই উচ্ছ্বসিত ভক্তরা। কমেন্ট বক্সেই সকলে জানালেন মনের কথা। এক ব্যক্তি লেখেন, 'বিচ্ছেদের পর, সম্পর্ক ভাঙার পর আবারও এক সঙ্গে দেখতে পাব ভাবিনি। খুব ভালো লাগছে এক সঙ্গে তোমাদের দেখে।' আরেক জন লেখেন, 'বহুদিন পর দুজন এক সঙ্গে। শিল্পীদের তো এমনই হওয়া উচিত। তোমরা দুজনই ভীষণ প্রিয়।' 'এ আমি কী দেখছি!', 'বহুদিন পর আবার এক সঙ্গে' সহ নানা লেখায় ভরে গিয়েছে ইমন চক্রবর্তীর এই পোস্টের কমেন্ট বক্স।

প্রসঙ্গত একটা সময় দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন ইমন চক্রবর্তী এবং শোভন গঙ্গোপাধ্যায়। যদিও তাঁদের সেই প্রেম পূর্ণতা পায়নি। ইমন পরবর্তীতে শিল্পী নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে শোভন গঙ্গোপাধ্যায় অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। বর্তমানে তিনি সিঙ্গল। বহুদিন পর তাই তাঁদের একত্রে দেখে ভীষণই খুশি দর্শকরা।

বন্ধ করুন