টলিপাড়ায় বরাবরই চর্চায় থাকে শোভন আর সোহিনীর জুটি। একে-অপরকে মন দিয়ে ফেলেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় আর অভিনেত্রী সোহিনী সরকার। যদিও তাঁদের তরফ থেকে এখনও শিলমোহর পড়েনি এই সম্পর্কে। কিন্তু ‘দুই বন্ধু’র প্রেমকে অফিসিয়াল করে দিলেন গায়িকা ইমন। এমনকী কবে থেকে শোভন আর সোহিনী প্রেম শুরু করেছেন, বলে দিলেন সেটাও।
কদিন আগেই দেখা গিয়েছিল বরফের মাঝে শোভন, ও মা সোহিনীও! তারপর দেখা গেল দুজনে একইসময়ে সুইডেনে। বরফের সাদা চাদড়ে গা ঢেকেই তাঁরা কাটিয়েছেন ভ্যালেন্টাইন্স ডে। এমনকী, দুজনের একসঙ্গে একটা ছবি দিয়েও মুছে ফেলেন শোভন। এর আগেও তেমনটা করেছেন তিনি। নেটপাড়ার প্রশ্ন, কীসের এত ভয় প্রেমকে অফিসিয়াল করতে!
তবে শোভন যতই ছবি দিক আর তারপর তা মুছে ফেলুক, তাঁর প্রাক্তন প্রেমিকা ইমন চক্রবর্তী খোলসা করে দিলেন সবটা। একসময় ইমন আর শোভন প্রেম করেছিলেন চুটিয়ে। তবে সে সম্পর্ক ভেঙে যায় মাঝপথে। নীলাঞ্জনের সঙ্গে ঘর বাঁধেন ইমন। শোভনের তখন প্রেম হয়েছিল অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে। ২০২৩ সালের মাঝামাঝি দুজনের ব্রেকআপের খবর সামনে আসে। যদিও স্বস্তিকা জানিয়েছিলেন, খবর বাইরে আসার অনেক আগে থেকেই নাকি আলাদা হয়ে গিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে রচনা! কোন আসন থেকে দাঁড়াবেন টিভির দিদি নম্বর ১
ইমন এবার আনন্দবাজারকে প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে বলে বসেন, ‘শোভন মজার মানুষ। শোভন সাঙ্ঘাতিক বন্ধু বৎসল। ওর সঙ্গে বসে, যে কোনও কথা নিয়ে, হাসতে পারা যায় ঘণ্টার পর ঘণ্টা। ওই যিশুদা যে অনুষ্ঠান করল, ওখান থেকেই তো শোভন-সোহিনীর প্রেম। আমি চোখের সামনে দেখছি। বুঝতে পেরেছিলাম। সোহিনী আমাকে বলছে, চুপ চুপ বলিস না… এরকম একটা ব্যাপার। আমি খুব খুশি। ওরা প্রেম করছে। বরফের মাঝে বেড়াতে গেছে।’
আরও পড়ুন: রামচরণকে ‘ইডলি’ ডাক শাহরুখের! ‘রেসিস্ট’ তকমা নেটপাড়ার, কটাক্ষ করল দক্ষিণী অভিনেতার মেকআপ আর্টিস্টও
ইমনের কথায় এল শোভনের আরেক প্রাক্তনের প্রসঙ্গও। তিনি বললেন, ‘এমনকী স্বস্তিকাও আমার খুব প্রিয় মানুষ। সোহিনী তো বরাবরের ভালো বন্ধু। আর শোভনের সঙ্গে বন্ধুত্বটা চিরকালের জন্য থেকে গিয়েছে। ওই যে আমি স্টেজে উঠে বলি, এই তালাটাও ভালো, এই চাবিটাও ভালো, শুধু এই তালাটা এই চাবিটির জন্য হয়তো ভালো নয়। আমি চাই এবার ওদের প্রেমটা (শোভন আর সোহিনীর) স্থিতি পাক।’